মাদারীপুরের কালকিনিতে নতুন বছরের প্রথম দিনে ৫'শত শিক্ষার্থীর হাতে নতুন স্কুল ড্রেস তুলে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ। নির্বাহী অফিসারের হাত থেকে নতুন স্কুল ড্রেস পেয়ে এসময় উচ্ছ্বসিত হয় শিক্ষার্থীরা। উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ হতে ৬টি প্রাথমিক বিদ্যালয় এর ৫০০ জন শিক্ষার্থীর মধ্যে এ স্কুল ড্রেস বিতরণ করা হয়।
বুধবার দুপুরে ১৭৯ নং দক্ষিণ ঝুরগাও হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত থেকে এই স্কুল ড্রেস বিতরণের উদ্বোধন করেন তিনি।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা ইসলাম,উপজেলা শিক্ষা অফিসার বদিউজ্জামান,সহকারী শিক্ষা অফিসার কালকিনি পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বাবু সুরেন গাইন ১৭৯ নং দক্ষিণ ঝুরগা স্কুলের প্রধান শিক্ষক সহ সাংবাদিকবৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দরা।