× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মহেশখালীতে রাত হলে শীতবস্ত্র নিয়ে বেরিয়ে পড়েন ইউএনও

হোবাইব সজীব, কক্সবাজার প্রতিনিধি।

০২ জানুয়ারি ২০২৫, ১৬:১৯ পিএম । আপডেটঃ ০২ জানুয়ারি ২০২৫, ১৬:২০ পিএম

ছবিঃ সংগৃহীত।

দেশের আর্থ-সামাজিক অবস্থার অনেক উন্নতি হয়েছে কিন্তু প্রান্তিক একটি গোষ্ঠী তাদের ভাগ্য বা অবস্থা কোনোটিই বদলাতে পারেননি, উন্নয়নের মূলধারায় তাদের নেওয়াটা একটু কঠিনই, সে মানুষগুলোর অনেকেই খুবই কষ্টের জীবনযাপন করেন। এই তীব্র শীতে তাদের পাশে একটি গরম কাপড় নিয়ে দাঁড়ানো খুবই জরুরি। এই মানবতার হাত বাড়িয়ে দিয়ে প্রতি রাতে শীতের গরম কাপড় নিয়ে বেরিয়ে পড়েন মহেশখালী উপজেলার নির্বাহী অফিসার মো. হেদায়েত উল্লাহ।

তিনি সন্ধ্যার পর রাত ১০  পর্যন্ত যাকে যেখানে পাচ্ছেন তাকে গরম কাড়প শীতবস্ত্র দিয়ে তাদের পাশে দাঁড়াচ্ছেন।  ( জানুয়ারী) সন্ধ্যায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের মধুয়ার ডেইল ও বানিয়ার দোকান বাজার এবং ছোট মহেশখালী ইউনিয়নের ছিপাহিরপাড়া বাজার, হযরত ওমর ফারুক (রাঃ) ইসলামীয়া সুন্নিয়া মাদ্রাসা’র এতিম হেফজ খানার ছাত্রদের’সহ স্থানীয় পথচারী-প্রতিবন্ধী অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করতে দেখা যায়। এসময় উপজেলা সহকারী কমিশন (ভূমি) দীপক ত্রিপুরাসহ অনেকেই উপস্থিত ছিলেন।


এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. হেদায়েত উল্লাহ বলেন,অনেক মানুষ গরম কাপড় জোগাড় করতে পারছেন না। আগুন জ্বালিয়ে সকালে আর রাতে তারা শীত নিবারণের চেষ্টা করেন। আমরা মনে করি, শীতের এই শুরুতেই তাদের পাশে দাঁড়াতে হবে। তবে তাদের পাশে দাঁড়ানোর বিষয়টি এমনভাবে হতে হবে যাতে প্রকৃত দরিদ্র ব্যক্তি অন্তত একটি করে হলেও গরম কাপড় বা কম্বল পান। 


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.