চাঁদপুরের মতলব উত্তরে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এখলাছপুর ইউনিয়ন ছাত্রদলের উদ্যােগে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ৷
১ জানুয়ারী রাত ৮টায় এখলাছপুর ইউনিয়ন বিএনপি‘র কার্যালয়ে কেক কাটা অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য রাখেন,বি এনপি নেতা নুরু হাওলাদার,মো:বিল্লাল হোসেন, সোহরাব প্রধান,রব প্রধান, বুলু মিজি,সগির মিজি,মশিউর রহমান চৌধুরী,অরুন মিজি,আব্বাস মিজি,যুবদল নেতা রাসেল মোল্লিক ৷
এসময় উপস্থিত ছিলেন,যুবদল নেতা আল ইসলাম,নোমান প্রধান,আরশাদ,ইকবাল নেতা,ইউপি তাতী দলের সহ-সভাতি মো:জহিরুল ইসলাম,সাধারণ সম্পাদক রিয়াদ প্রধান ৷শ্রমিকদল নেতা নান্নু দেওয়ান,ফরহাদ প্রধান, নাসির মোল্লা,সাত্তার,ছাত্রদল নেতা রিদয় ইসলাম ,সিহাব হাওলাদার, মো:আলী,রবিন হাওলাদার,ইকবাল হাওলাদার,শাহিন আহমেদ,রকিবুল পারভেজ,তানজিদ হোসেন,জোবায়ের আহমেদ,আশরাফুল ইসলাম,মারুফ, সাফিন,মাসুম,মো: সিয়াম সহ এখলাছপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ৷
ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বি এনপি নেতা মো: বিল্লাল হোসেন বলেন, বিএনপি‘র চেয়ারপারসন সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে আরো শক্তিশালী করার লক্ষে ছাত্রদলের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে কারন আজকের ছাত্রদলের নেতারাই আগামী দিনে বিএনপি‘র নেতৃত্ব দিবে ৷