× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দীঘিনালায় তারুণ্যের উৎসবের উদ্বোধন

সোহানুর রহমান, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি।

০২ জানুয়ারি ২০২৫, ১৬:৪৩ পিএম । আপডেটঃ ০২ জানুয়ারি ২০২৫, ১৬:৪৪ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘এসো দেশ বদলাও, পৃথিবী বদলাই’ শ্লোগানে সারাদেশের সঙ্গে খাগড়াছড়ির দীঘিনালাতেও অনুষ্ঠিত হলো তারুণ্যের উৎসব ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান। এ উপলক্ষে ১৫ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে উপজেলা প্রশাসন। 

আজ (০২ জানুয়ারি)সকাল ১১ টায় এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাজনৈতিক দল ও সেচ্ছাসেবীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ থেকে বের হয়ে দীঘিনালা থানা বাজার ঘুরে মেইন সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্বরে ফিরে যায়। 
পরে উপজেলা পরিষদের আয়োজিত তারুন্যের উৎসব- ২০২৫ উপলক্ষে দিনব্যাপি মেডিকেল সেবা ক্যাম্পে ও ১৫ দিনব্যাপী নানান অনুষ্ঠানের উদ্বোধন করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মামুনুর রশীদ। 

এ সময় উপজেলা শিক্ষা অফিসার সাইফ উদ্দীন বিপ্লব’র সঞ্চালনায় আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মামুনুর রশীদ বলেন, ‘দেশ স্বাধীনের আগে থেকে যতগুলো বিপ্লব হয়েছে সবটাতেই মুখ্য ভুমিকায় ছিলো তরুণরা। আমরা তাদের নিয়েই সামনে এগিয়ে যেতে চাই।’

এ সময় অন্যদের মধ্যে দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া, দীঘিনালা প্রেসক্লাব সভাপতি সোহেল রানা, দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি ডাক্তার শফিকুল ইসলাম প্রমুখ।

উদ্বোধনের পর অতিথিরা দিনব্যাপি মেডিকেল সেবা ক্যাম্প পরিদর্শনীতে ও সেবার মান যাচাই করেন। এতে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা তথ্য আপা কার্যালয়, ব্রাক, আনন্দ  আইডিএফ এনজিও, উপজেলা যুব রেডক্রিসেন্ট ইউনিট সহ ০৬ টি পদর্শনীর মাধ্যমে সেবা কার্যক্রম দৃশ্যমান হয়। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.