দুর্নীতির খোঁজে রাজশাহী সিটি করপোরেশন ভবনে অভিযান চালাচ্ছে দুদক। আজ (২ জানুয়ারি) বেলা ১২ টা থেকে এ অভিযান শুরু হয়। প্রায় ২২ কোটি টাকার নিয়মবহির্ভুত কাজের সন্ধানে রাজশাহী জেলা সমন্বিত কার্যালয়ের একটি টিম এই অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্ব দেন রাজশাহী জেলা সমন্বিত কার্যালয়ের সহকারি পরিচালক আবু হোসাইন।
জানতে চাইলে তিনি বলেন, নিয়ম বহির্ভূতভাবে কাজ করার প্রমাণ আমরা পেয়েছি। রাসিক কর্তৃপক্ষ আমাদেরকে মাত্র তিনটি কাজের বিপরীতে ডকুমেন্টস দেখাতে পেরেছেন। আর অন্যকাজগুলোর বিপরীতে তাদের কাছে কোন ডকুমেন্ট নেই। কে বা কোন ঠিকাদার কাজগুলো পেয়েছে, কারা কাজ করছে সেটার কোন তথ্য দিতে পারেনি রাসিকের সংশ্লিষ্ট দপ্তর।
দুদকের রাজশাহী সম্নয় কার্যালয়ের উদ্যোগে এ অভিযান চালানো হয়। এসময় বিভিন্ন উন্নয়ন কাণ্ডের ফাইলসহ কাগজপত্র তল্লাশি করা হয়। বিশেষ করে সম্প্রতি টেন্ডার ছাড়ায় রাসিক ভবন সংস্কার কিভাবে হচ্ছে সেটি অনুসন্ধানে নামে দুদক। জানতে চাইলে সহকারি পরিচালক বলেন, প্রাপ্ত সকল ডকুমেন্টস আমরা দুদক কমিশনে পাঠাবো। সেখান থেকে দেয়া নির্দেশনানুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবো।