× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লামায় মাতামুহুরী নদীতে নিখোঁজের ৩দিন পর লাশ উদ্ধার

মোহাম্মদ আবুল হাসেম,লামা (বান্দরবান) প্রতিনিধি।

০২ জানুয়ারি ২০২৫, ১৭:০৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

বান্দরবানের লামা উপজেলায় মাতামুহুরি নদীতে ডুবে নিখোঁজের ৩ দিন পর স্কুলছাত্রী অর্পা সুশীলের (১৪) মরদেহ স্থানীয়দের সহায়তায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা। বৃহস্পতিবার সকালে মাতামুহুরী নদীর মিশনঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

গত সোমবার সকালে মাতামুহুরী নদীর মিশন ঘাটের চতরমাল্লার কুমে অর্পা সুশীল গোসল করতে নামলে ডুবে নিখোঁজ হন। অর্পা সুশীল পৌরসভা এলাকার মিশন গেট পাড়ার স্বপন সুশীলের মেয়ে। বিলছড়ি হেব্রন খ্রিষ্টান বিদ্যালয়ে ৮ম শ্রেণির ছাত্রী অর্পার মরদেহ উদ্ধারের সত্যতা লামা থানার ওসি মো.শাহাদাৎ হোসেন নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়,সোমবার সকালে অর্পিতা সুশীল চার বান্ধবীসহ মাতামুহুরী নদীর মিশন ঘাটে গোসল করতে যায়। এ সময় তিনজন গোসল শেষে উপরে উঠলেও অর্পা ঘাটের চতরমাল্লা কুমে পড়ে যায়। একপর্যায়ে স্রোতের টানে পানিতে তলিয়ে যায় সে।খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং পুলিশ অভিযানে নেমেও ব্যর্থ হয়।বৃহস্পতিবার সকালে অর্পার মরদেহ নদীতে ভাসতে দেখে স্থানীয়রা। অর্পার মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান লামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো.আবদুল্লাহ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.