× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সভাপতি ফারুক, সা: সম্পাদক সুজন

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, ভৈরব শাখার নতুন কমিটি গঠিত

আরিফুল ইসলাম মামুন, ভৈরব ,(কিশোরগঞ্জ) প্রতিনিধি।

০২ জানুয়ারি ২০২৫, ১৭:১২ পিএম

ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, ভৈরব শাখার নতুন কমিটি গঠন করা হয়। নতুন কার্যনির্বাহী পরিষদে সভাপতি পদে মুক্তিযোদ্ধার সন্তান ও যুগান্তর প্রতিনিধি আসাদুজ্জামান ফারুক ও সাধারণ সম্পাদক পদে মুক্তিযোদ্ধার সন্তান ও যুবদল নেতা  মোঃ দেলুয়ার হোসেন সুজন নির্বাচিত হয়। আজ বৃহস্পতিবার সকালে ভৈরব টেলিভিশন জার্নালিস্ট কার্যালয়ে সংগঠনের সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এই নতুন কমিটি  ঘোষনা করা হয়।

এসময়  নবনির্বাচিত ২৯ সদস্যের  কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষনা  করেন সভাপতি আসাদুজ্জামান ফারুক। 

কমিটির অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন, তারা হলো সিনিয়র সহ- সভাপতি পদে  আলহাজ্জ মোঃ সজীব আহমেদ, সহ-সভাপতি পদে মোঃ শফিউল্লাহ তপন, বাবু জয় কুমার যাদব, নিজাম মাহমুদ জুয়েল, আবদুল্লাহ আল মাসুম, তাহমিদ ওয়াসিম পার্থ, যুগ্ম-সম্পাদক পদে আরিফুল ইসলাম মামুন, মোঃ বেলায়েত হোসেন, মুহাম্মদ মনিরুজ্জামান মুন্না, ফাহিমা আলম লিফা, কোষাধ্যক্ষ পদে মোঃ মোস্তাক আহমেদ, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ সুমন খাঁন, সহ-সাংগঠনিক সম্পাদক পদে সোহেল আসোয়ার কবির, দফতর সম্পাদক পদে মোঃ আলমগীর মিয়া, প্রচার সম্পাদক পদে মোঃ জীলানী মিয়া, নির্বাহী সদস্য পদে রফিউল আলম, গীতালি বদরুন্নেছা, তাহমিনা আক্তার, মোঃ আরাফাত হোসেন, লতিফা হেলেন, মোঃ আশরাফুল আজিজ, মোঃ মোশারফ হোসেন, মোঃ রায়হান মিয়া, আইনুল শাহ, মোঃ রিয়াজ আহমেদ, মোঃ শাহ আলম, হাফেজ রেফায়েত উল্লা। এখানে উল্লেখ্য ২৯ সদস্যের নতুন কমিটির সবাই বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন। সভাপতি পদে আসাদুজ্জামান ফারুক এবার দ্বিতীয়বারের মত নির্বাচিত হয়েছেন। কার্যকরী পরিষদের সকলেই মুক্তিযোদ্ধার সন্তান। এই সংগঠনটি জামুইকার অনুমোদিত সংগঠন।

২০২০ সালে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। গত ৩০ ডিসেম্বর সংগঠনের সাধারণ সভা ( এজিএম) অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার সকালে সংগঠনের সকল সদস্যদের উপস্থিতিতে  পূর্নাংগ  নতুন কমিটি ঘোষনা করেন নবনির্বাচিত সভাপতি। ভৈরব উপজেলায় বীর   মুক্তিযোদ্ধার সংখ্যা ৪৪৭ জন। মুক্তিযোদ্ধার সন্তানগনকে নিয়ে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে সংগঠনের সদস্য সংখ্যা প্রায় ৪০০। স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে নবনির্বাচিত কমিটির সদস্যগনকে অভিনন্দন - শুভেচ্ছা জানানো হয়। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.