× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদন্ড ১২ আসামী খালাস

মাসুদুর রহমান, জামালপুর প্রতিনিধি।

০২ জানুয়ারি ২০২৫, ১৭:২৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

জামালপুরে গর্ভবতী স্ত্রীকে হত্যা করার দায়ে স্বামী উজ্জল মিয়াকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও মৃত্যুদণ্ড এবং ১২ আসামিকে বেকসুর খালাস প্রদান করেছে আদালত । আজ (২ জানুয়ারী)  দুপুর ১২ টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম এই রায় ঘোষনা করেন। 

উজ্জ্বল মিয়া ওরফে উজ্জল মাহমুদ জামালপুর সদরের দেউলিয়াবাড়ি গ্রামের মজনু মিয়ার ছেলে।  এদিকে এই রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট ফজলুল হক জানান, ২০২৩ সালের ১৮ এপ্রিল রাতে ৫ লাখ টাকা যৌতুক না পেয়ে উজ্জল মিয়া তার গর্ভবতী স্ত্রী তাহমিনা জান্নাতকে পিটিয়ে হত্যা করে।

ঘটনার পরদিন তাহমিনা জান্নাতের বাবা ইব্রাহিম খলিল বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর সব আসামির উপস্থিতিতে এই রায় দেন বিচারক।  

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.