ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সড়কের পাশে ইট ও মাটি রাখার দায়ে দুই ইটভাটাকে জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সরাইল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সিরাজুম মনিরা কায়ছান।
তিনি বুধবার বিকালে সরাইল- নাছিরনগর ও লাখাই আঞ্চলিক সড়কের সরাইল উপজেলার ধরন্তি এলাকায় বিশেষ অভিযান পরিচালনার করে এই জরিমানা করেন। অভিযানে এশিয়া ব্রিক্স এর আরমান মিয়াকে রাস্তার পাশে সরকারি জায়গায় মাটি রাখার দায়ে ৫০ হাজার টাকা ও রাস্তার পাশে সরকারি জায়গায় ইট রাখার দায়ে মঈন ব্রিক্সের জসিম মিয়ার তিনটি ইটের স্টিক স্পট নিলাম দেন। তিনটি স্টিকে প্রায় ৬ হাজার ইট স্পট নিলামে ৩০ হাজার টাকায় এই ইট সর্বোচ্চ ডাকে ক্রয় করেন আসাদ মিয়া।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সরাইল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সিরাজুম মনিরা কায়ছান বলেন, সরকারি জায়গা দখলমুক্ত রাখার জন্য অভিযান অব্যাহত থাকবে।