× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গোয়াইনঘাটে সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর অবরোধ ও হুশিয়ারী

সৈয়দ হেলাল আহমদ বাদশা, গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি ।

০২ জানুয়ারি ২০২৫, ১৮:১৩ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

সিলেটের গোয়াইনঘাট সরকারি কলেজ হতে মনরতল বাজার পর্যন্ত  অপরিকল্পিতভাবে রাস্তা খোড়ে রেখে মরণফাঁদ বানিয়ে জনদুর্ভোগে ফেলায় ঠিকাদারি প্রতিষ্ঠান এস আর করপোরেশনের লাইসেন্স বাতিল ও দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীসহ এলাকাবাসী।

বৃহস্পতিবার বেলা ২টায় থেকে দুপুর সাড়ে ৪টা পর্যন্ত গোয়াইনঘাট সরকারি কলেজ পয়েন্ট সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ চলাকালে গোয়াইনঘাটে যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে চরম যানজট সৃষ্টি হয়।

আন্দোলনকারীরা জানায়, গোয়াইনঘাট সরকারি কলেজ হতে মনরতল বাজার পর্যন্ত উপজেলা সদরে যাতায়াতের প্রায় ১৫ কিলোমিটার রাস্তাটি দীর্ঘদিন ধরে খানাখন্দকে ভরা।  দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চলাচলের জন্য রাস্তাটি ব্যবহারের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তাটি দিয়ে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের যাতায়াতেও সমস্যায় পড়তে হয়। রাস্তাটির বিভিন্ন স্থানে দেবে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

গোয়াইনঘাট সরকারি কলেজ সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্টানে আসা-যাওয়ার জন্য এই রাস্তাটির কোনো বিকল্প নেই। দীর্ঘদিন রাস্তাটির সংস্কার হয়নি। ফলে যাতায়াতে চরম দুর্ভোগে পড়তে হয় শিক্ষক-শিক্ষার্থীদের। রাস্তাটি দ্রুত সংস্কার না হলে কঠোর কর্মসুচির হুশিয়ারী দেন শিক্ষার্থীরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.