× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কমলগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত

জায়েদ আহমেদ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ।

০২ জানুয়ারি ২০২৫, ১৮:৩২ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

"নেই পাশে কেউ যার,সমাজসেবা আছে তার "এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত  হয়েছে। 

আজ (২ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে র‌্যালি, হুইল চেয়ার বিতরণের ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। 

কমলগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.ইউমুফ মিয়ার সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি)ডিএম সাদিক আল শাফিন।

উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপার ভাইজার মো. সেলিম উদ্দিনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুননাহার পারভিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ এর সভাপতি মো. কয়েস আহমেদ ইউনিয়ন সমাজকর্মী মনজু রানী সিনহা, মোছা. ফাতেমা বেগম, জামাল উদ্দিন, প্রিন্স গন্জু, টি আই, মো. আকছির মিয়া প্রমূখ।

এর আগে উপজেলা পরিষদ থেকে একটি র‍্যালি বের হয়ে উপজেলা পরিষদ চত্বর পদক্ষিণ করে সমাজসেবা কর্যালয় সম্মুখে গিয়ে শেষ হয়, পরে ছয় জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে ৬টি হুইল চেয়ার বিতরণ করা হয়। এছাড়া একশত জন প্রতিবন্ধীর মাঝে অনলাইন কার্ড বিতরণ করা হয়।

এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.ইউমুফ মিয়া বলেন, জুলাই বিপ্লবের চেতনার আলোকে বৈষম্যহীন, শোষনমুক্ত ও ন্যায়ভিক্তিক সমাজ বিনির্মাণে সমাজকল্যাণ মন্ত্রনালয় দেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠি ও প্রতিবন্ধী ব্যক্তিদের টেকসই উন্নয়নের লক্ষে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করছে। সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, শিক্ষা উপবৃত্তি, চিকিৎসা ভাতা,অনগ্রসর জনগোষ্ঠি ও চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে ভাতা প্রদান ও গৃহহীন দশ জন চা শ্রমিককে গৃহ নির্মাণ করে দেওয়া হচ্ছে।গৃহ নির্মাণ কার্যক্রমটি খুব শীঘ্রই শুরু হবে বলেও তিনি জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.