ময়মনসিংহের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহাদাত হোসেন খান হিলু ময়মনসিংহের আজ (২ জানুয়ারী) একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এক কন্যা সন্তান, স্ত্রীসহ আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
এছাড়াও তিনি বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি মন্ডলীর সদস্য, চ্যানেল আই দর্শক ফোরামের ময়মনসিংহ শাখার সভাপতি, আই টি আই বাংলাদেশের প্রতিনিধি, বৃহত্তর ময়মনসিংহ সমিতির সভাপতি, ময়মনসিংহ থিয়েটার এসোসিয়েশনের আহবায়ক, নাট্যকার, কবি, অভিনেতা, নির্দেশক, সংগঠক ও বহুরূপী নাট্য সংস্থার সদস্য সচিব ছিলেন।
বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় ময়মনসিংহ জিলা স্কুল মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে।