গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঘোড়াঘাট-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কে গত ১১ নভেম্বর সোমবার দুপুরে সাহেবগঞ্জ ইক্ষু খামার নামক স্থানে বাগদা বাজার থেকে আসা একটি অটো ভ্যানের দুই চাকার মাঝখানে এক্সেল ভেঙে রাস্তার মাঝখানে ৩ জন যাত্রী সিটকে পড়লে চলন্ত তেলের ট্যাংক লড়ির চাপায় দরবস্ত ইউনিয়নের(নয়াপাড়া) বগুলাগাড়ী গ্রামের আব্বাস আলীর স্ত্রী ঝরনা বেগম ও তার ছেলে জিহাদসহ ভ্যান চালক নিহত হন।
এ ঘটনার পর থেকেই পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিদের হারিয়ে নিহতদের পরিবার গুলো সংকটে ও আহত পরিবার গুলি সুচিৎসার অভাবে অসহায় জীবন যাপন করতে থাকে।
এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ায় বিষয়টি দৃষ্টি গোচর হলে জামায়াত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে গোবিন্দগঞ্জ আসনের এমপি প্রার্থী ও সাবেক জেলা জামায়াতের আমির ডা: আব্দুর রহিম সরকার ২ জানুয়ারী দুপুরে অসহায় পরিবার গুলোর বাড়ীতে গিয়ে নিহত ৩ জনের পরিবারকে ১০ হাজার টাকা করে ও আহতদের ৫ হাজার টাকা করে অর্থ সহায়তা প্রদান করেন।
এসময় উপজেলা জামায়াতের আমির আবুল হোসেন সরকার,উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মশিউর রহমানসহ উপজেলা জামায়াতে ইসলামী গোবিন্দগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।