× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ছাত্র নেতার উপর হামলার প্রতিবাদে

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে এক্সপ্রেসওয়ে আটকিয়ে বিক্ষোভ মিছিল

মোহাম্মদ জাকির লস্কর, মুন্সীগঞ্জ প্রতিনিধি।

০৩ জানুয়ারি ২০২৫, ১৭:৫৮ পিএম । আপডেটঃ ০৩ জানুয়ারি ২০২৫, ১৭:৫৯ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি শাহারুল ইসলাম ইসনাতের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে আটকি বিক্ষোভ মিছিল করেছে।

আজ(৩ ডিসেম্বর)  সাড়ে ১১ টার দিকে প্রায় ১৫ মিনিট ছাত্র জনতার ব্যানারে ঢাকামুখী সকল যানবাহন চলাচল বন্ধ করে এ বিক্ষোভ করা হয়। পরে পদ্মা সেতু উত্তর থানার ওসি মো. জাকির হোসেন এসে এক্সপ্রেসওয়ের যানচলাচল স্বাভাবিক করেন।

তিনি জানান, ছাত্র জনতার ব্যানারে সাবেক ছাত্র নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শুরু করে। ঢাকার বনশ্রী এলাকায় ইসনাতের উপর হামলা হয়ে। এরপর ঘটনাস্থলে এলাকায় মামলা হয়েছে। রামপুরা থানার ওসির সাথে এ বিষয় নিয়ে কথা বলেছি। 

জানা যায়, জুলাই আগষ্ট গণঅভ্যুত্থানে সামনের সারি থেকে নেতৃত্ব দেওয়া শাহারুল ইসলাম ইসনাতকে হত্যার উদ্দেশ্যে গত বৃহস্পতিবার (০২ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ঢাকার বনশ্রীতে সন্ত্রাসীর হামলার শিকার হন। এতে ইসনাত গুরুতর আহত হব। ইসনাত উপজেলার মেদিনীমণ্ডল ইউনিয়নের উত্তর মেদিনী মন্ডল গ্রামের আব্দুল গাফফার ফকিরের পুত্র।

এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রানা হোসেন রনি, উত্তর মেদিনী মন্ডল বিএনপির সভাপতি পল্লু হাজী, ইয়ার মো. রুমান, শেখ রাকিব, উম্মে হানি, মারুফ ইসলাম ইমন, মিরাজ হোসেন, সাদ্দাম, আল-আমীন প্রমুখ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.