× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গোপালগঞ্জে ৮৯ হাজার ১০৯ পরিবার পাবে টিসিবির বিশেষ কার্ড

গোপালগঞ্জ প্রতিনিধি

১৯ মার্চ ২০২২, ০৯:১৮ এএম

প্রেস ব্রিফিংয়ে বকত্বব্য রাখছেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। ছবি: সংবাদ সারাবেলা

পবিত্র রমজান উপলক্ষে ভর্তুকি মূল্যে গোপালগঞ্জের ৮৯ হাজার ১০৯ পরিবার পাবে টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্য পাবেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

আজ শনিবার (১৯ মার্চ) বিকেল ৫ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং তিনি এ কথা জানান।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইলিয়াছুর রহমান, সদর উপজেলা ইউএনও মো. রাশেদুর রহমান।

প্রেস ব্রিফিংয়ে  জেলা প্রশাসক শাহিদা সুলতানা সাংবাদিকদের জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক বাণিজ্য মন্ত্রনালয় ও টিসিবির উদ্যোগে আগামী ২০ মার্চ থেকে সমগ্র বাংলাদেশে এক কোটি পরিবারের মধ্যে দুই দফায় নিম্ন আয়ের মানুষের মধ্যে পরিবার পরিচিতি কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় করা হবে। গোপালগঞ্জ জেলার ৮৯ হাজার ১০৫ পরিবার টিসিবির বিশেষ কার্ড পাবেন।

তিনি আরও জানান, প্রথম পর্যায়ে প্রতিটি পরিবার দুই কেজি মশুর ডাল (প্রতি কেজি ৬৫ টাকা), দুই কেজি চিনি (প্রতি কেজি ৫৫ টাকা), সয়াবিন তেল দুই লিটার (প্রতি লিটার ১১০ টাকা) মূল্যে ক্রয় করতে পারবে কার্ড পাওযা সকল পরিবার।

অথরাইজড অফিসারের ক্যালেন্ডার অনুয়াযী সংশ্লিষ্ট ডিলারদের কাছে চালান প্রাপ্তি সাপেক্ষে ডিও ইস্যু করবেন এবং ডিলাররা নির্দিষ্ট স্থানে পণ্য বিক্রয় করবেন। জেলার পাঁচটি উপজেলায় ৩৫ জন ডিলারের মাধ্যমে  এ পণ্য বিক্রয় করা হবে বলে নিশ্চিত করেছেন জেলঅ প্রশাসক।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.