ছবিঃ সংবাদ সারাবেলা।
চুরির ঘটনায় থানায় কোনো অভিযোগ দেয়নি ভুক্তভোগি কৃষকরা। খোঁজ নিয়ে জানাগেছে, উদবাড়িয়া গ্রামের কৃষক তোফাজ্জল হোসেন মন্টু, আবু তাহের, তৌহিদুল ইসলাম, আনাদুল, তোতা মিয়া, আব্দুর রাজ্জাক, শাজাহান আলী, আসির উদ্দিন, মুনতাজ, আব্দুস সামাদের ১১টি সেচযন্ত্র শনিবার দিবাগত রাতে উদবাড়িয়া মাঠ থেকে চুরি হয়েছে। এর আগে সিধুলী মাঠ থেকে কৃষক তহিদুল, রফিকুল, আব্দুল আলিম, মিজানুর ও শফিকুলের ৭টি শ্যালো চুরি হয়।
কৃষি অফিস জানিয়েছে, উদবাড়িয়া ও সিধুলী মাঠের প্রায় ২ শ বিঘা জমিতে সেচ নির্ভর রসুন, পেঁয়াজ, ধনেসহ শীত কালিন সবজির আবাদ করা রয়েছে। রবি মওসুমে প্রতিটি সেচের জন্য বিঘায় ১ হাজার টাকা চুক্তিতে শতাধিক কৃষক ১৮টি শ্যালো মেশিন মালিকের সাথে চুক্তিবদ্ধ ছিলেন। চুরি হওয়া শ্যালো মেশিন থেকেই এসব জমিতে সেচ দেওয়া হতো। কিন্তু সেচযন্ত্রগুলো চুরি হওয়ায় শ্যালো মালিক এবং কৃষক উভয়েই দুশ্চিন্তায় পড়েছেন।
শ্যালো মেশিন চুরির সত্যতা নিশ্চিত করে ধারাবারিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বলেন, ফসলের মাঠে সেচ দেওয়ার অবলম্বন হারিয়ে হতাশায় পড়েছেন কৃষকেরা। তিনি কৃষকের সেচের শ্যালো মেশিনগুলো উদ্ধারে পুলিশের হস্তক্ষেপ দাবি করেন।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, কৃষকের শ্যালো মেশিন চুরির বিষয়ে তিনি কোনো অভিযোগ পাননি। তাছাড়া কৃষকদের সেচযন্ত্রগুলো নিরাপদে রাখার পরামর্শ দিয়েছেন তিনি। অভিযোগ পেলে অপরাধীদের গ্রেপ্তার ও চুরি হওয়া সেচযন্ত্রগুলো উদ্ধারে পুলিশ কাজ করবে।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh