চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মাহমুদা কুলসুম (মনিকে) উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে ৷
আজ (৫ ই জানুয়ারি ) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলার সহকারি কমিশনার (ভূমি) হিল্লোল চাকমার নেতৃত্বে ভূমি অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারীগণ ও বিভিন্ন ইউনিয়নের ভূমি উপসহকারী কর্মকর্তাগণ ফুলেল শুভেচ্ছা জানান ৷
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলার উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা মো. আবুল কাশেম,ইউনিয়ন ভূমি উপ-সহকারী মোঃ কামরুজ্জামান, মোঃ তানজির হোসেন খাঁন,মোঃ সৈয়দ আহম্মেদ পাটোয়ারী,মোঃ আনোয়ারুল আজিম, মোঃ জসিম উদ্দিন,মোঃ আব্দুল মোমেন, মোঃ মিজানুলকবির,দীপক কুমার চক্রবর্তী ৷
এদিকে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি মতলব উত্তর উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও ) হিসেবে গত ২ জানুয়ারি ২০২৫ ইং তারিখে যোগদান করে দায়িত্বভার বুঝে নেন তিনি৷