× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সামনের নির্বাচনে আনসার ও ভিডিপি‌কে ভিন্নরূপে দেখা যা‌বে: আনসার ও ভিডিপি মহাপরিচালক

মোঃ মনিরুজ্জামান, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।

০৫ জানুয়ারি ২০২৫, ২০:১৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)-এর ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৪৫তম জাতীয় সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে আনসার ও ভিডিপি’র মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, সামনের জাতীয় নির্বাচনে আনসার বাহিনীকে নতুনভাবে দেখা যাবে।  

অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, আনসার বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এছাড়া প্রত্যেক সদস্যের জন্য একটি ডাটাবেজ তৈরি করা হচ্ছে, যা ভবিষ্যৎ কার্যক্রমকে আরও দক্ষ ও সুষ্ঠুভাবে পরিচালনায় সহায়তা করবে।  

তিনি আরও বলেন, "আসন্ন নির্বাচনে আনসার বাহিনীর দায়িত্ব পালনের ক্ষেত্রে সম্পূর্ণ নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাহিনীর সদস্যরা নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করবেন।"  

ভিডিপি প্রতিষ্ঠাবার্ষিকী ও সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে মহাপরিচালক বাহিনীর সকল কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা জানান এবং চলমান সংস্কার ও আধুনিক নীতিমালার আলোকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। তিনি প্রত্যেককে বাহিনীর লক্ষ্য অর্জনে নিষ্ঠা, উদ্যম ও সততার সঙ্গে দায়িত্ব পালনের জন্য উদ্বুদ্ধ করেন।  

অনুষ্ঠানে জানানো হয়, আগামী ১২ ফেব্রুয়ারি আনসার বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। আজকের এই ভিডিপি প্রতিষ্ঠাবার্ষিকীর দিনেই সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।  

অনুষ্ঠানের অংশ হিসেবে মহাপরিচালকের নেতৃত্বে একটি র‍্যালি বের করা হয়, যা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। র‍্যালি শেষে তিনি সমাবেশ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য দিকনির্দেশনা প্রদান করেন এবং সমাবেশের সফলতা কামনা করেন।  

উদ্বোধনী অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, এএফডব্লিউসি, পিএসসি; একাডেমির কমান্ড্যান্ট, উপ-মহাপরিচালকবৃন্দ এবং বাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী ও সদস্যরা উপস্থিত ছিলেন।  

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.