× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাগেরহাটে গভীর রাতে ছিন্নমূল মানুষের পুলিশ সুপার তৌহিদুল আরিফ

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট প্রতিনিধি।

০৬ জানুয়ারি ২০২৫, ১৪:৫৪ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

বাগেরহাট জেলা পুলিশ ও পুনাকের উদ্যোগে গভীর রাতে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার দিবাগত মধ্যরাতে জেলা পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ ও পুনাকের সভানেত্রী শোভা আরিফ বাগেরহাট শহরের বিভিন্ন স্থানে ছিন্নমূল অসহায় ও নৈশ প্রহরীর মাঝে শীতবস্ত্র বিতরণ করে।

বাগেরহাট জেলা পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ বলেন, বাগেরহাট জেলায় গত কিছু দিন ধরে প্রচন্ড শীত পড়েছে ছিন্নমূল যে জনসাধারণ আছেন তাদের বাগেরহাট জেলা পুলিশের পক্ষ থেকে আজ এই ছিন্নমূল যারা পথে প্রান্তরে বসবাস করছে তাদের কাছে এই শীত বস্ত্র পৌঁছে দিচ্ছি। তাছাড়া জেলা পুলিশ যেকোনো প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত। এরই ধারাবাহিকতায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, যা চলমান থাকবে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

পুনাক বাগেরহাটের সভানেত্রী শোভা আরিফ বলেন, অসহায় ও দরিদ্র মানুষের জন্য কাজ করছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। এর ধারাবাহিকতায় বাগেরহাটের শীতার্ত মানুষের মাঝে আজ কম্বল বিতরণ করা হয়েছে। পুনাক সব সময় অসহায় দরিদ্র মানুষের পাশে থেকেছে আগামীতেও থাকবে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাগেরহাট সদর অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমানসহ অন্য পুলিশ সদস্যরা

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.