× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাবেক প্রকৌশলীর অনিয়ম অনুসন্ধানে রংপুর বেতারে দুদক

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো ।

০৬ জানুয়ারি ২০২৫, ১৬:২০ পিএম

ছবিঃ সংগৃহীত।

দুর্নীতি দমন কমিশন (দুদক) মাঠে নেমেছে  বাংলাদেশ বেতার রংপুরের সাবেক আঞ্চলিক প্রকৌশলী আবু সালেহর বিরুদ্ধে ওঠা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে।

(৫ জানুয়ারি) দুদকের রংপুর অফিসের উপ-পরিচালক হোসেন শরীফের নেতৃত্বে রংপুর বেতারের আঞ্চলিক কার্যালয়ে অনুসন্ধান প‌রিচালনা করা হয়।

দুদক সূত্রে পাওয়া ত‌থ্যে জানা যায়, রংপুরে কর্মরত থাকা অবস্থায় আবু সা‌লেহর বিরু‌দ্ধে ২০১৯ সালের ১৭ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ২ মে পর্যন্ত ভুয়া বিল ভাউচারের মাধ‌্যমে ব্যবহৃত গাড়ি ও জেনারেটর পরিচালনায় অতিরিক্ত জ্বালানি খরচ এবং ভবন মেরামতের নামে বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে।

দুদক উপ-পরিচালক হোসেন শরীফ বলেন, ‘অভিযুক্ত প্রকৌশলীর মেয়াদকালে রেজিস্টার ও লগবুক রক্ষণাবেক্ষণে বড় ধরনের অসঙ্গতি পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে ভুয়া ভাউচারসহ কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ মিলেছে। দুদকের পক্ষ থেকে প্রাসঙ্গিক নথিপত্র সংগ্রহ ও তদন্ত অব্যাহত রয়েছে। একইসঙ্গে ভবন মেরামতের বরাদ্দ ও অন্যান্য ক্ষেত্রে অনিয়মের সঙ্গে আরও কেউ জড়িত আছেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। যাচাই-বাছাই শেষে কমিশনের মাধ্যমে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

রংপুর বেতারে বর্তমানে কর্মরত আঞ্চলিক প্রকৌশলী ওয়াহেদুজ্জামান বলেন, দুদকের একটি প্রতিনিধি দল অফিসে এসেছিলেন। সাবেক আঞ্চলিক প্রকৌশলী মেয়াদকালের দাফতরিক কাগজপত্রাদি তারা যাচাই-বাছাই করেছেন। এসময় কিছু ভাউচারে অসঙ্গতির তথ্য পেয়েছেন তারা। এসব বিষয় তারা খতিয়ে দেখছেন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ১৭ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ২ মে পর্যন্ত রংপুরে কর্মরত থাকাকালীন আঞ্চলিক প্রকৌশলী আবু সালেহর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠে। বর্তমানে তিনি বাংলাদেশ বেতার রাঙ্গামাটিতে কর্মরত আছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.