পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও অন্যান্য অনুমোদন না থাকায় কুমিল্লার হোমনায় অভিযান চালিয়ে অবৈধ ইট ভাটার মালিক ছাড়াই ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৫ই জানুয়ারি) উপজেলার ভাষানিয়া ইউনিয়নের কাশিপুর নয়াকান্দি বাজারে পরিবেশ অধিদফতরের সহায়তায় ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আহাম্মেদ মোফাচ্ছের।
অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) ২০১৩ এর ৮ এর ১ ধারায় অপরাধ লংঘন আইনে ৩ লাখ টাকা ইট ভাটার বর্তমান মালিক দাবি কারি শিমুল মেম্বারকে জরিমানা করা হয়। এদিকে মেসার্স ন্যাশনাল ব্রিকসের মালিক মো. কামরুজ্জামান বলেন, ইটভাটা থেকে বের হওয়া ইট পোড়ানোর কালো ধোঁয়ায় বোরো ধান সহ আশেপাশের পরিবেশ নষ্ট হচ্ছে।
এই ইটভাটাগুলোর কার্যক্রম বন্ধ করতে ভাটার বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দেওয়া নির্দেশনা আছে, কিন্তু সেটি না করে মালিক ছাড়াই তিন লক্ষ টাকা জরিমানা করেন। এই অবৈধ ইটভাটার জেলা প্রশাসকদের অনুমোদন ও পরিবেশের ছাড়পত্র সহ অন্যান্য বৈধ কোনো কাগজপত্র নেই। আমার নামে কাগজপত্র এবং এটি বন্ধের জন্য প্রশাসনে নিকট আবেদন করেছি। ব্যবস্থা নেওয়ার কথা থাকলেও নাটকীয় ব্যবস্থা নিলেন।
কুমিল্লা পরিবেশ অধিদফতর এর উপ-পরিচালক মোসাব্বের হোসেন মো. রাজীব বলেন, প্রকমত মালিক কে আমরা তা জানি না,তবে পরিবেশ অধিদফতরের অনুমতি না থাকায় আমরা ৩ লাখ টাকা জরিমানা, বিদুৎ এর লাইন কাটা হয়েছে, ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছে।
হোমনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি)আহম্মেদ মোফাচ্ছের জানান, স্পটে যাদের পেয়েছি পরিবেশ অধিদফতর কুমিল্লা থেকে কর্মকর্তারা এসেছে তাদের অভিযোগের প্রেক্ষিতেই ফায়ার সার্ভিস, হোমনা থানা পুলিশসহ আমরা অভিযান পরিচালনা করি। ৩ লাখা টাকা জরিমানা করা হয়।