× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হোমনায় শীতার্ত মাঝে শীতবস্ত্র বিতরণ

মো. তপন সরকার, হোমনা (কুমিল্লা)

০৬ জানুয়ারি ২০২৫, ১৭:৩৫ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

কুমিল্লার হোমনায় বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের জেনারেল সেক্রেটারী মনোয়ার সরকারের পক্ষ থেকে শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। আজ সোমবার (৬ ই জানুয়ারী) বিকেলে উপজেলার জয়পুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে ১১০ টি পরিবারের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের জেনারেল সেক্রেটারী ও আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মনোয়ার সরকার। এছাড়াও এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় তিনি বক্তব্যে বলেন, এ শীতে অসহায় মানুষদের অনেক কষ্ট সহ্য করতে হয়। পূর্বে অনেক জনপ্রতিনিধি থাকলেও তারা সেরকম ভাবে শীতবস্ত্র বিতরণ করেননি। এ শীতে অসহায় মানুষরা যেন কষ্ট না পায় তার জন্য আমার এ ক্ষুদ্র প্রয়াস। আমি আপনাদের সেবায় সর্বদা নিয়োজিত থাকতে চাই। 

উল্লেখ্য, ইতিমধ্যে তিনি হোমনা-মেঘনার বিভিন্ন স্থানে প্রায় এক হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে। তার এ শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.