নাটোরের গুরুদাসপুরে পুকুরে গোসল করতে গিয়ে জামেলা (৬৫) নামের এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে।
আজ (৬ জানুয়ারি) সকালে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের খাঁকড়াদহ গ্রামে ওই ঘটনা ঘটে। মৃত জামেলা ওই গ্রামের মাজহারুল ইসলামের স্ত্রী।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃদ্ধা জামেলা দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। সে বিছানাতেই প্রসাব-পায়খানা করতেন। সোমবার সকালে সবার অগোচরে নিজের বিছানা পরিস্কার করার জন্য বাড়ির পাশে পুকুরে যান। কিন্তু সেখান থেকে তিনি আর বাড়ি ফিরে না। হঠাৎ করে জামেলাকে খুজে পাচ্ছিলেন না পরিবারের স্বজনেরা।
অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশ্ববর্তী পুকুরে ভাসমান অবস্থায় তাকে দেখতে পায় স্থানীয়রা। বিষয়টি গুরুদাসপুর থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: গোলাম সারওয়ার বলেন, বৃদ্ধা জামেলার স্বাভাবিক মৃত্যু হওয়ায় ও পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।