× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শীতার্ত মানুষের সহায়তায় বিত্তবানদের প্রতি পীর চরমোনাইয়ের আহ্বান

ডেস্ক রিপোর্ট।

০৬ জানুয়ারি ২০২৫, ১৮:৪৫ পিএম । আপডেটঃ ০৬ জানুয়ারি ২০২৫, ১৮:৪৮ পিএম

শীতার্ত মানুষের সহায়তায় বিত্তবানদের প্রতি পীর চরমোনাইয়ের আহ্বান

শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীসহ সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।

তিনি বলেন, প্রচণ্ড শীতে দরিদ্র ও স্বল্প আয়ের মানুষ শীতবস্ত্রের অভাবে কষ্ট পাচ্ছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ, ফুটপাতে বসবাসকারীরা এবং ছিন্নমূল জনগোষ্ঠী শীতের তীব্রতা মোকাবিলায় দিশেহারা হয়ে পড়েছে। তাদের সহায়তায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা-কর্মী, সমর্থক এবং দেশের সকল সামর্থ্যবানদের এগিয়ে আসা উচিত।

সোমবার রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এ আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ মনির হোসেন, সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক শহিদুল ইসলাম কবির এবং কেন্দ্রীয় সদস্য মুফতি মোস্তফা কামাল প্রমুখ।

পীর সাহেব চরমোনাই বলেন, রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বহু মানুষ দারিদ্র্যের কারণে খোলা আকাশের নিচে রাত্রিযাপন করতে বাধ্য হচ্ছে। শীতের এই কষ্ট থেকে তাদের রক্ষা করা সমাজের সামর্থ্যবানদের নৈতিক ও মানবিক দায়িত্ব। ইসলামী আন্দোলন বাংলাদেশ অতীতেও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও দাঁড়াবে, ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, দেশে যদি প্রকৃত ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকত, তাহলে কোনো মানুষকেই খোলা আকাশের নিচে দুর্ভোগ পোহাতে হতো না। কিন্তু বর্তমান বাস্তবতায় বহু দরিদ্র মানুষ স্টেশন, রাস্তা ও খোলা জায়গায় তীব্র শীতে দিন কাটাচ্ছে। তাই সকলের উচিত সামর্থ্য অনুযায়ী শীতবস্ত্র বিতরণের মাধ্যমে তাদের পাশে দাঁড়ানো।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.