× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শেরপুরে খেতে মিলল বাকপ্রতিবন্ধী কিশোরীর লাশ

জয়ন্ত দে, শেরপুর প্রতিনিধি ।

০৬ জানুয়ারি ২০২৫, ১৯:১৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

শেরপুরের প্রত্যন্ত পল্লীতে একটি খেত থেকে সাদিয়া (১৩) নামে এক বাকপ্রতিবন্ধী কিশোরীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ (৬ জানুয়ারি) সোমবার দুপুরে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের পয়স্তীরচর এলাকা থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করা হয়। সাদিয়া পার্শ্ববর্তী সাহাব্দীরচর দশানীপাড় এলাকার হতদরিদ্র জমাদার ও মারুফা দম্পতির মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাত থেকে বাকপ্রতিবন্ধী কিশোরী সাদিয়াকে খুঁজে পাচ্ছিল না তার পরিবার। পরদিন সোমবার দুপুরে সদর উপজেলার প্রত্যন্ত এলাকা পয়স্তীরচরের একটি ক্ষেতের পাশে সাদিয়ার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী ও পুলিশে খবর দেয় স্থানীয় কৃষি শ্রমিকরা। খবর পেয়ে সাদিয়ার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।

পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। তার মাথার চুল কাটা এবং শরীরে একাধিক রক্তাক্ত জখমের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

এ ব্যাপারে সদর থানার উপপরিদর্শক (এসআই) তারেক বিন হাসান সোমবার বিকেলে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। একইসাথে ওই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.