× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে দেশের মানুষকে ভোট দেওয়ার সুয়োগ করে দিন- দুলু

মো: আতিকুল হক,নাটোর প্রতিনিধি।

০৬ জানুয়ারি ২০২৫, ১৯:২১ পিএম

ছবিঃ সংগৃহীত।

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, অতি দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে দেশের মানুষকে ভোট দেওয়ার সুয়োগ করে দিন। এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন।

আজ (৬ জানুয়ারি) বিকেলে শহরের তেবাড়িয়া হাট এলাকায় শহীদ রাকিব ও  রায়হানের ১০তম শাহাদত বার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


দুলু বলেন,বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে দাবী দ্রুত নির্বাচন দিন। আগামী জুন মাসে জাতীয় নির্বাচন দিয়ে দেশের মানুষকে ভোট দেওয়ার সুয়োগ করে দিন। সেইসাথে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। নির্বাচিত সরকার তাদের শাসনের মাধ্যমে দেশের আইন-শৃংখলা আবারো স্বাভাবিক হবে।

জেলা ছাত্রদলের সভাপতি মো. কামরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্যে রাখেন- জেলা বিএনপির নেতা মো. শহিদুল ইসলাম বাচ্চু, রহিম নেওয়াজ, ফরহাদ আলী দেওয়ান শাহীন, সাইফুল ইসলাম আফতাব,যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম প্রমুখ। রে ১ হাজার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.