× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

টাংগাইলে সাংবাদিকদের সথে নবাগত পুলিশ সুপারের মত বিনিময়

আহমদ শিপলু টাংগাইল প্রতিনিধি।

০৬ জানুয়ারি ২০২৫, ১৯:৩২ পিএম

ছবিঃ সংগৃহীত।

টাঙ্গাইলের নবাগত পুলিশ সুপার মিজানুর রহমান জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন। আজ (৬ জানুয়ারি) দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জেলার আইনশৃংখলা পরিস্থিতিসহ নানা বিষয় উঠে আসে মতবিনিময় সভায়।

এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে নবাগত পুলিশ সুপার বলেন, মাদক সম্পূর্ণ নির্মূল করতে পারবো কি পারবো না সে বিষয়ে বলতে পারবো না। তবে মাদকগুলো কোন জায়গা থেকে আসছে কোথায় কিভাবে ছড়িয়ে পড়ছে সেই মূল জায়গাটা নিয়ে কাজ করতে চাই।

এছাড়াও সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কাজ করবো। মানুষকে মিথ্যা মামলা দিয়ে যেন হয়রানি না করা হয় সে বিষয়গুলো নিয়েও কাজ করবো। সর্বোপরি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সরফুদ্দিন আহমেদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাবেক সভাপতি এডভোকেট খান মোহাম্মদ খালেদ, আতাউর রহমান আজাদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলাসহ টাঙ্গাইলের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকগণ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.