কুমিল্লার হোমনায় হিন্দু সম্প্রদায়ের শীতার্ত মানুষদের মাঝে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের জেনারেল সেক্রেটারী মনোয়ার সরকারের পক্ষ থেকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
আজ (৭ই জানুয়ারী) বিকেলে উপজেলার ভাষানিয়াইউনিয়নের কাশিপুর এলাকায় ১০০ টি পরিবার এবং হোমনা সদর উত্তর কামারপাড়ার ১০০ টি অসহায় পরিবারের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের জেনারেল সেক্রেটারী ও আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মনোয়ার সরকার।
এ সময় হিন্দু সম্প্রদায়ের সঙ্গে কৌশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।
এ সময় তিনি বলেন, আমার জীবনের একমাত্র কামনা সাধারণ মানুষের কল্যাণে কাজ করা। এর জন্যই আমি কমিল্লা-২ আসনের মানুষকে ভালোবেসে আপনাদের মধ্যে ফিরে আসছি। প্রবাস থেকে আপনাদের পাশে ছুটে আসছি শীতবস্ত্র কম্বল নিয়ে।
তিনি আরো বলেন, আপনাদের কল্যাণে আপনাদের সাথে এক হয়ে পাশে থেকে এই শীতে কিছুটা লাঘব করার জন্যই আমার আগামী দিনের পথ চলার অঙ্গীকার। সামনের দিনগুলোতে সকলের সহযোগিতায় নিয়ে জনকল্যাণে কাজ করে যাব ইনশাআল্লাহ। এ শীতে অসহায় মানুষরা যেন কষ্ট না পায় তার জন্য আমার সামান্য উপহার। উল্লেখ্য, ইতিমধ্যে তিনি হোমনা- মেঘনার বিভিন্ন স্থানে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে।