× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লামায় বৈদ্যুতিক ফাঁদে বন্য হাতি'র মৃত্যু

মোহাম্মদ আবুল হাশেম, লামা ( বান্দরবান) প্রতিনিধি।

০৭ জানুয়ারি ২০২৫, ১৭:০৯ পিএম । আপডেটঃ ০৭ জানুয়ারি ২০২৫, ১৭:১৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

বান্দরবানের লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের চাককাটা এলাকায় জঙ্গলের পাশে একটি মৃত বন্য হাতি পাওয়া গেছে। স্থানীয়দের ধারণা সোমবার রাতের কোন একসময় বিভিন্ন ফলদ ও বনজ বাগান রক্ষায় কৃষকদের পাতানো বৈদ্যুতিক ফাঁদে শক খেয়ে বন্য হাতিটির মৃত্য হতে পারে। 

মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন মৃত হাতিটিকে জঙ্গলের পাশে পড়ে থাকতে দেখে লামা বন বিভাগকে খবর দেয়। খবর পেয়ে লামা বন বিভাগের কর্মকর্তা- কর্মচারীগণ ঘটনাস্থলে গিয়ে মৃত হাতির দেহটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।

লামা বনবিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা এ.কে.এম আতাহা ইলাহি হাতি মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, হাতিটি কিভাবে মারা গেল এখনো তার কারণ জানা যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আমরা ঘটনাস্থলে রয়েছি এবং হাতিটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছি। 

এদিকে চাককাটা এলাকার পার্শ্ববর্তী গ্রাম বিছইন্ন্যার ছড়া এলাকার বাসিন্দা মৃত আলী আহাম্মদ এর ছেলে ফরিদুল আলম প্রকাশ ফুতু নামে এক ব্যক্তি সোমবার রাত সাড়ে ৯টায় বন্যা হাতির আক্রমণ করলে তিনি গুরুতর আহত হয়। আহত অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহত ফরিদুল আলম প্রকাশ পুতু লামা উপজেলার ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বিছইন্ন্যার ছড়া এলাকার বাসিন্দা মৃত আলী আহাম্মদের ছেলে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.