× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বৈষম্য নিরসনে আগামী ৮ মার্চ ঢাকায় জাতীয় কনভেনশন করতে যাচ্ছে রংপুর বিভাগ

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো ।

০৭ জানুয়ারি ২০২৫, ১৭:২০ পিএম । আপডেটঃ ০৭ জানুয়ারি ২০২৫, ১৭:৫৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

রংপুর বিভাগের বৈষম্য নিরসনে আগামী ৮ মার্চ ঢাকায় জাতীয় কনভেনশন করতে যাচ্ছে রংপুর বিভাগ বৈষম্য নিরসন আন্দোলন। আজ (৭ জানুয়ারি) সকালে রংপুর নগরীর একটি হোটেলের মিলনায়তনে ‘রংপুর বিভাগের বহুমাত্রিক দারিদ্রতা, শিল্পায়নে বন্ধ্যাত্ব ও বাজেট বৈষম্য নিরসনে করনীয় বিষয় কমর্শালা’ অগ্রগতি ও জাতীয় কনভেনশন প্রাক-প্রস্তুতি সম্পর্কে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় এ কথা জানান সংগঠনের সংগঠক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আব্দুল্লাহ-আল-মামুন।

তিনি বলেন, জেলা-উপজেলা ভিত্তিক, দারিদ্রতার হারসহ বৈষম্যের সর্বদিক থেকে উত্তরবঙ্গ চ্যাম্পিয়ন। গত ৫৩ বছরের ৫৪টি বাজেটে বৈষম্যের শিকার হয়েছে উত্তরবঙ্গ। সেই বৈষম্য এখন পর্যন্ত চলমান রয়েছে। সেটি নিরসনের জন্য রংপুর বিভাগ বৈষম্য নিরসন প্লাটফর্ম কাজ করছে। বুদ্ধিভিত্তিক কর্মসূচির মাধ্যমে রংপুরের বৈষম্য নিরসন করা হবে। শিল্পায়নখাতে বাজেটে বরাদ্দ বাড়ানো, দারিদ্রতার হার কমানোর জন্য কৃষিকে বিশেষ গুরুত্ব দেয়া, তিস্তা কর্তৃপক্ষ গঠনের মাধ্যমে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে রংপুর বিভাগের আড়াই কোটি মানুষের উন্নয়নে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, সরকারের নিজস্ব অর্থায়ন বা অন্য কোন উন্নয়ন সহযোগিতার মাধ্যমে আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই। ভূ-রাজনৈতিক সংকট উত্তোরণে এ কাজে প্রতিবেশী দেশ ব্যতিত অন্য কোন দেশ বা উন্নয়ন সহযোগি সংস্থা হতে পারে। রংপুর বিভাগের উন্নয়নে সকল শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করতে হবে।

সমাজ ও রাজনীতি বিশ্লেষক ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেন, ভারতকে খুশি রেখে ক্ষমতা আকড়ে ধরে থাকা এবং নতজানু নীতির কারণে শেখ হাসিনার সরকার তিস্তা মহাপরিকল্পনা, তিস্তা নদীর পানি  বন্টন চুক্তিসহ অনেক গুরুত্ব ইস্যুতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। বিগত সময়গুলোতে যারাই জনগণের প্রতিনিধি হিসেবে সংসদ গিয়েছে তারা জনআকঙ্ক্ষা পূরণে যথাযথ ভূমিকা রাখতে পারেনি। কারণ জনগণের সাথে জনপ্রতিনিধিদের তেমন সংখ্যতা ছিল। এটিও রংপুর বিভাগ পিছিয়ে পড়ার একটি অন্যতম কারণ।

সভায় উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ নুরুজ্জামান, মাহবুব রহমান হাবু, নজরুল ইসলাম রাজু, জুয়েল আহমেদ, রংপুর প্রেসক্লাবের দপ্তর ও যোগাযোগ সম্পাদক সিদ্দিকুর রহমান, সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক ফরহাদুজ্জামান ফারুক, রিপোর্টার্স ক্লাব রংপুরের সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ জীবন,  টিসিএ রংপুরের সভাপতি শাহ নেওয়াজ জনি, সাধারণ সম্পাদক এহসানুল হক সুমন প্রমুখ।

মতবিনিময় সভায় রংপুরের প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা  অংশ নেন। এসময় আগামী ৮ মার্চ ঢাকায় জাতীয় কনভেনশন সফল করতে রংপুর বিভাগের সকল শ্রেণিপেশার মানুষের সহযোগিতা ও পরামর্শ চান আয়োজন সংগঠনের প্রতিনিধিরা।  

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.