× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাইবান্ধার সাঘাটায় অগ্নিকান্ডে পুড়েছে ৩ টি দোকান

আতিকুর রহমান আতিক ,গাইবান্ধা প্রতিনিধি।

০৭ জানুয়ারি ২০২৫, ১৭:৩১ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

গাইবান্ধার সাঘাটা উপজেলায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ (৭ ডিসেম্বর)  সকাল সাড়ে ১০ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ৩টি দোকান ও মালামাল পুড়ে ছাই হয়েছে। 

খবর পেয়ে প্রথমে সাঘাটার ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণের বাহিরে থাকলে পরবর্তীতে ফুলছড়ি থেকে ২টি ও গাইবান্ধা থেকে আরও ২টি মিলে সর্বমোট ৬টি ফায়ার সার্ভিস ইউনিট একত্রিত হয়ে প্রায় ৩ ঘণ্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। 

ব্যবসায়ীদের সাথে কথা হলে তারা জানান  , এ অগ্নিকাণ্ডের ঘটনায় ৩টি দোকানের প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মেসার্স সাহা বাদল নামের একটি পাইকারি দোকানে। বাদল সাহা জানান, এ ঘটনায় আনুমানিক ৬০ থেকে ৭০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি কোনো মালামাল বের করতে পারেননি বলে জানান। 

গাইবান্ধার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসান , বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন। 
এ সময় পুড়ে যাওয়া তিনটি দোকানের মোট ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাওয়া হলে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানান, তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে। এ মুহূর্তে কিছু বলা যাচ্ছে না।

ঘটনাস্থল পরিদর্শন করে সাঘাটা থানা পুলিশ জানান , এ অগ্নিকান্ডের ঘটনায় কোনো হতাহতের ঘটনা  ঘটেনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.