× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সন্তান ও পুত্র বধুর বিরুদ্ধে বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ

মাসুদুর রহমান, জামালপুর প্রতিনিধি।

০৭ জানুয়ারি ২০২৫, ১৭:৩৬ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

সরিষাবাড়ীতে পৌরসভার শিমলা পল্লীপূর্বপাড়ার মৃত আঃ কদ্দুস স্ত্রী মোছাঃ হাওয়া বেওয়া (৭৫) কে মারধর ও বসতঘর ভাংচুর করে বাড়ি থেকে বের করে দেওয়া অভিযোগ উঠেছে পুত্রবধূ জহুরা আক্তার আদুরীর বিরুদ্ধে।পৃথিবীতে আমার মাথা গুজার ঠাঁই নেই জানিয়ে প্রশাসনের নিকট আইনগত ব্যবস্থাগ্রহণ জন্য আসু হস্তক্ষেপ কামনা করছেন বৃদ্ধা হাওয়া বেওয়া।  

হাওয়া বেওয়ার অভিযোগ, তার ছেলে ফজলুর নেতৃত্ব বসতঘর ভাংচুর এবং তাকে  মারধর করে জহুরা আক্তার আদুরী (৪২) মোঃরতন মিয়া (৪৮), জাহানারা বেগম(৬৫),হাবিবুর রহমান হাবিল(৫৮)। তার বসতঘর ভাংচুর করে  জোরপূর্বক  সীমানা প্রাচীর নির্মাণ করা হয়েছে।  

হাবিজা বেগম বলেন, ছোট ভাই দেলোয়ার হোসেন সুজনের  স্ত্রী জহুরা আক্তার আদুরী অনেক মানুষের কাছ থেকে বিদেশে লোক পাঠাবে এবং চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণা করেছেন। তার
কারণে আমার ভাই সুজন  সৌদি আরব থেকে বাড়িতে আসতে পারে না। শুধু নয় আমার ছোট ভাই নিজাম উদ্দিন ৭ বছর যাবৎ নিখোঁজ রয়েছে। 

আমার বড় ভাই শামীম আদুরীর কারণে ঢাকা থেকে বাড়িতে আসতে পারে না। তিনি আরো বলেন, মা আমাকে ২০২১ সালে ২ শতাংশ জমি দলিলমূল্যে আমার নামে লিখে দেন। জহুরা আক্তার আদুরী তার ছেলে ও মেয়ের নামে   আমার এই জমি  ২ শতাংশ ২০২৩ সালে ভূয়া  দলিল করে নেন। আমার মা ঐ দলিলে স্বাক্ষর করেননি। 

আদুরী বলেন, আমার ছেলে ও মেয়ের নামে জমিতে সীমানা প্রাচীর নির্মাণ করেছি এবং আমার ভাইদের  চলাচলের জন্য  ঘর ভেঙে রাস্তা বের করেছি।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ চাঁদ মিয়া জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।  

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.