× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চবিতে পোষ্য কোটা বাতিল ও জুলাই আন্দোলনে হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন

মোঃ নিয়াজ মাখদুম, চবি প্রতিনিধি ।

০৭ জানুয়ারি ২০২৫, ১৮:১৭ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পোষ্য কোটা বাতিল এবং জুলাই আন্দোলনে হত্যাকারীদের দ্রুত বিচার দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের  শিক্ষার্থীরা।  

আজ ( ৭ জানুয়ারি) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এ মানববন্ধন করেন। 

এ সময় শিক্ষার্থীদরে  ' জনে জনে খবর দে, পোষ্য কোটার কবর দে, তরুয়ার ক্যাম্পাসে পোষ্য কোটার ঠাই নাই, ফরহাদের ক্যাম্পাসে পোষ্য কোটার ঠাই নাই , বাতিল চাই বাতিল চাই, পোষ্য কোটার বাতিল চাই,  বিচার চাই বিচার চাই, হত্যাকারীদের বিচার চাই ' স্লোগান দেয় তারা। 

মানববন্ধনে বাংলা বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী শুভ হোসেন বলেন, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার জন্যই জুলাই - আগষ্টে হাজার হাজার মানুষ রক্ত দিয়েছে। তাদের রক্তের বিনিময়েই আমরা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পেয়েছি। এই স্বাধীন বাংলাদেশে কোন পোষ্য কোটা থাকতে পারে না। পোষ্য কোটা থাকার জন্য ছাত্র জনতা প্রাণ দেয়নি। তাই প্রশাসনকে অবিলম্বে পোষ্য কোটা বাতিল করে বিজ্ঞপ্তি দিতে হবে। অন্যথা আমাদের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে।

ইতিহাস বিভাগের রশিদ দিনার বলেন, পোষ্য কোটা সম্পূর্ণ অযৌক্তিক। দেশব্যাপি কোটা আন্দোলনের পর কোন ধরনের অযৌক্তিক কোটা থাকতে পারে না। এই কোটা আন্দোলনের ফলেই বর্তমান উপাচার্য উপাচার্য হতে পেরেছেন। আমাদের রক্তের উপর দিয়ে এসেই তারা প্রসাসনে বসেছে। এখনো তারা অযৌক্তিক কোটা বাতিল করছে না এটা আমাদের জন্য লজ্জার। যদি প্রশাসন এই কোটা বাতিল না করে তাহলে আমরা আমরন অনেশনে যাব।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, ছাত্রজনতার রক্তের ওপর দিয়ে বিশ্ববিদ্যালয়ের এই প্রশাসন এসেছে। কিন্তু দুঃখের বিষয় এই প্রশাসনের কাছে জুলাইয়ের আন্দোলনে হত্যাকারীদের বিচার চাইতে হয়। পোষ্য কোটা বাতিলের জন্য আন্দোলন করতে হয়। ফ্যাসিবাদের দোসররা প্রশাসনের প্রটেকশনে পরীক্ষা দেয়। যা আসলে লজ্জা ছাড়া আর কিছু নয়। প্রশাসনকে দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের বিচার করতে হবে। সেই সাথে পোষ্য কোটা বাতিল করতে হবে। তা নাহলে আমরা আমরন আনশনে বসতে বাধ্য হব।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.