কিশোরগঞ্জের ভৈরবে আলফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি পদে হারিছুল রহমানকে সমর্থন জানিয়ে স্থানীয়রা। আজ ( ৭ জানুয়ারি) হারিছুল রহমানের সমর্থনে পথসভা করে স্থানীয় নেতৃবৃন্দ ও বিদ্যালয়ের অভিভাবকগণ। পথ সভা শেষে সভাপতি প্রার্থীসহ স্থানীয় নেতৃবৃন্দ ও অভিভাবকগণ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে মতবিনিময় সভা করেন।
পথ সভায় গজারিয়ায় ইউনিয়ন ছাত্রদল অন্যতম সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা সোলায়মান আহমেদ এর সঞ্চালনায় পথ সভায় বক্তব্য রাখেন, আলফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি পদপ্রার্থী হারিছুল রহমান, গজারিয়া ইউনিয়ন এর ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিরাস কাজি, উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক সোহেল রানা, বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি মোবারক হোসেন, নুরুল হক, কামাল মিয়া, গজারিয়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি আক্রাম হোসেন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বিগত দিনে আলফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয় ব্যাপক দূর্ণীতি হয়েছে। ফলে শিক্ষার্থীরা স্কুল ছেড়ে অন্য স্কুলে চলে যেতে বাধ্য হয়েছে। বর্তমান সরকার সারা দেশে সংস্কার করছে। বিগত সরকারের দূর্ণীতিগস্ত কমিটিগুলো ইতি মধ্যে বাতিল করা হয়েছে। সরকার ঘোষিত নতুন এডহক কমিটিতে সভাপতি পদে হারিছুল রহমান একজন যোগ্য প্রার্থী।
তিনি সাবেক ইউনিয়ন ছাত্রদল ও যুবদল সভাপতি ছিলেন। সেই সাথে ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও তিনি আব্দুল লতিফ ভূইয়া এফতেদায়ী মাদ্রাসার সাবেক প্রধান শিক্ষক হিসেবে প্রতিষ্ঠাকাল থেকে দায়িত্ব পালন করেছেন। এ সময় আলফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি পদপ্রার্থী হারিছুল রহমান বলেন, বর্তমানে বিদ্যালয়ের কমিটি নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। স্থানীয়রা আমার কাছে এসে বিদ্যালয়ের দায়িত্ব ভার নিতে বলছেন। যদি কমিটিতে আমি সভাপতি হয় বিদ্যালয়ের মান উন্নয়ন করতে পারবো।
বিদ্যালয়ে সকল সমস্যা সমাধান করতে পারবো। বিএনপির সর্বোচ্চ নেতৃবৃন্দের আমার উপর সুদৃষ্টি রয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাহমিদা খাতুন বলেন, এডহক কমিটির জন্য মোট ৬ জন প্রস্তাব করেছে। তারা হলেন, হারিছুল রহমান, আমিনুল ইসলাম, ইমাম মেহেদী সাহেল, মাহফুজুর রহমান, কামরুজ্জামান ভূইয়া রকি, আব্দুল কাঈয়ুম।
এদের মধ্যে থেকে তিন জনের নাম আমি ইউএনও মহোদয়ের কাছে পাঠাবো। যদি বিষয়টি আমার কাছে বিব্রতকর। সবার সাথেই আমার কথা হয়েছে। সবাইকেই যোগ্য মনে হয়েছে। তবে কমিটির সিদ্ধান্ত জেলা প্রশাসক মহোদয় নিবেন। এ দিকে কমিটি নিয়ে আলোচনায় রয়েছে বিএনপির দুই সমর্থক হারিসুল রহমান ও আমিনুল ইসলাম।
এদের মধ্যে হারিসুল রহমান বিএনপির সিনিয়র নেতা ও আমিনুল জেলা ছাত্রদলের নির্বাহী কমিটির অন্যতম সদস্য।