সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, অসহায় মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। শীতে কম্বল নিয়ে অসহায়দের পাশে দাড়ানো সামাজিক ও মানবিক দায়বদ্ধতা হিসেবেই মনে করি। অসহায় মানুষের পাশে এসে দাঁড়ানোর মধ্যে একটা আত্মতৃপ্তি আছে। দরিদ্র ও ছিন্নমূল মানুষের জন্য শীতকাল বড় কষ্টের। খাবারের চেয়েও তাদের শীত নিবারণ অতীব প্রয়োজন হয়ে পড়ে।
তিনি বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশে সংসদীয় সিলেট-৪ আসনের শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। তাই সমাজের বিত্তবান ও মানবিক বোধসম্পন্ন মানুষদের দূর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো একান্ত প্রয়োজন। সবাইকে নিজ নিজ দায়িত্ববোধ থেকে এগিয়ে আসতে হবে। দরিদ্র মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানব সেবা। অসহায়দের সাহায্যের মাধ্যমেই তৈরি হবে মানবিক সেতুবন্ধন। আব্দুল হাকিম চৌধুরী আরো বলেন,আমাদের সামান্য সহযোগিতায় শীতার্ত মানুষরা সুস্থ ও ভালো থাকতে পারবে। এর মাধ্যমে প্রকাশ পাবে মানুষের প্রতি আমাদের মমত্ববোধ ও ভালোবাসা।
তিনি বুধবার ৮ জানুয়ারী বিকালে জৈন্তাপুর উপজেলা বিএনপির আয়োজনে জৈন্তাপুর উপজেলার রাজবাড়ী প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যব্যে এসব কথা বলেন।
জৈন্তাপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি,আব্দুল আহাদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ এর সঞ্চালনায় শীতবস্ত্র বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম জৈন্তাপুর উপজেলা বিএনপির ১ম যুগ্ন সম্পাদক মামুন আহমেদ গোয়াইনঘাট উপজেলা বিএনপির ১ম যুগ্ন সম্পাদক মাহবুব আহমেদ, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলী চেয়ারম্যান, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, জৈন্তাপুর উপজেলা বিএনপি নেতা মাসুক আহমেদ, গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহবায়ক এড শাহজাহান সিদ্দিকী, যুগ্ম আহবায়ক জাহিদ খাঁন, জৈন্তাপুর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সাব্বির আহমদ, আব্দুল জব্বার হুমায়ুন কবির খান,নুরুল হক, দুলাল আহমেদ হাসনাত আহমেদ, সেলিম আহমেদ, সাহেদ আহমেদ, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাসুক আহমেদ নাসির আহমেদ, জৈন্তাপুর উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক আং মতিন, মারুফ আহমেদ, ইমন আহমেদ,কয়েস সাইফুল আলম,ফারহান, রিফাত প্রমুখ সহ জৈন্তাপুর উপজেলা বিএনপি এনং বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগটনিক সম্পাদক সহ বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।