× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চন্দনাইশে সাতবাড়ীয়ায় সুন্নি সম্প্রীতি সমাবেশ সম্পন্ন

আরফাত হোসেন- দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি।

০৮ জানুয়ারি ২০২৫, ১৭:৫৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

চট্টগ্রামের চন্দনাইশে সাতবাড়ীয়া-বৈলতলী সর্বস্তরের সুন্নি জনতার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উৎযাপন উপলক্ষ্যে সুন্নি সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গত (৭ জানুয়ারী)  সাতবাড়ীয়া আশরাফ মুহুরীহাট বাজার প্রাঙ্গণে এ সুন্নি সম্প্রীতি সমাবেশের আয়োজন করা হয়। 

কালিপুর দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়দ মাওলানা জগলুল ইসলাম মিয়া (মা.জি.আ.)'র সভাপতিত্বে ছাত্রসেনানেতা মো. ফোরকান উদ্দীন ফরহাদের সঞ্চালনায় সমাবেশে উদ্বোধক ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ছৈয়দ মুহাম্মদ আমান উল্লাহ আমান সমরকন্দীপ্রধান মেহমান ছিলেন শাহচাঁন্দ আউলিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম আলকাদেরী জাহাঁগীরিপ্রধান বক্তা ছিলেন ঢাকা শাহজাহানপুর গাউসুল আজম জামে মসজিদের খতিব আল্লামা ছৈয়দ হাসান আল আযহারীবিশেষ বক্তা ছিলেন চন্দনাইশ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওসোলাইমান ফারুকীসাতবাড়িয়া শাহ আমানত (রহ:) দাখিল মাদ্রাসার সুপার মাওমাহমুদুল হকমাও. শরফুদ্দীন, মাও. নজরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন এড. সাদ্দাম হোসাইন নিরব, মঈনউদ্দীন খোকন, মাও. জহুরুল ইসলাম, মাও. মঈনউদ্দীন সুন্নী,খায়ের আহমেদ রুবেল, মুহাম্মদ আবু বক্কর রানা, শেখ আহমদ, নাসির উদ্দীন, জোবায়ের মুহাম্মদ জিসান প্রমূখ।

পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.