× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কমলগঞ্জে শীতার্ত মানুষের পাশে বিজিবি

জায়েদ আহমেদ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি।

০৮ জানুয়ারি ২০২৫, ১৮:০১ পিএম

ছবিঃ সংগৃহীত।

বিজিবি শ্রীমঙ্গল সেক্টর ও শ্রীমঙ্গল ব্যাটালিয়নের উদ্যেগে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 


আজ বুধবার দুপুরে উপজেলার কুরমা সীমান্তে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম এর উদ্বোধন করেন বর্ডার গার্ড বাংলাদেশ শ্রীমঙ্গল সেক্টর এর সেক্টর কমান্ডার কর্নেল এ এইচ এম ইয়াসিন চৌধুরী। 

এ সময় উপস্থিত ছিলেন ৪৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ এস এম জাকারিয়া ও শ্রীমঙ্গল সেক্টরের অতিরিক্ত পরিচালক মেজর এ বি এম শাহরিয়ার সুমন ও ৪৬ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ জামাল হোছাইন। 
এছাড়াও বিতরণকালে শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অন্যান্য অফিসার ও বিওপি কমান্ডারগণ, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কর্মসূচীর প্রথম দিনে সীমান্তবর্তী এলাকায় পাঁচ শতাধিক মানুষের মধ্যে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

৪৬ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ  জামাল হোছাইন জানান, কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কুরমা, মোকাবিল, চাম্পারায় বিওপির দায়িত্বপূর্ণ দক্ষিন গোলের হাওর, চাম্পারায় এবং সরিষাবিল এলাকার  শীতার্ত গরীব ও দুঃস্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
 
তিনি জানান, বর্ডার গার্ড বাংলাদেশ সব সময়ই সীমান্তবর্তী এলাকার গরীব ও দুঃস্থ’ জনসাধারণদের আর্থসামাজিক ও জীবনযাত্রার মানোন্নয়নে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.