× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দাগনভূঞায় অটোরিকশা উপহার পেলেন সেই রিকশা চালক রফিক

ইমাম হোসেন খাঁন, দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি।

০৮ জানুয়ারি ২০২৫, ১৮:৪০ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

ফেনীর দাগনভূঞায় সংসারে উপার্জনের অবলম্বন অটোরিকশা চুরি হয়ে যাওয়ায় শোকে কাতর ছিল উপজেলার মোমারিজপুর গ্রামের হৈদেরপুকুর এলাকার মোহাম্মদ রফিক।

স্থানীয় গণমাধ্যমকর্মী আজহারুল হক রিকশা হারানোর ঘটনাটি ফেসবুকে প্রচার করে। এরপর থেকেই যোগাযোগ শুরু করেন সমাজের মানবিক মানুষেরা।  স্থানীয় ও প্রবাসী লোকজন তাকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসে। আজহারুল হক ফান্ড সংগ্রহ করে নতুন একটি অটোরিকশা কিনে দেন।

বুধবার সকালে রিকশা হস্তান্তরের সময় দাগনভূঞা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফর রহমান, সুশাসনের জন্য নাগরিক (সুজন) দাগনভূঞা কমিটির সভাপতি মোহাম্মদ আবু তাহের আজাদ, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি কাজী ইফতেখারুল আলম, দৈনিক ফেনীর সময় প্রতিনিধি আজহারুল হক উপস্থিত ছিলেন।

উপস্থিত অতিথিবৃন্দ সাংবাদিক আজহারুল হক ও সংশ্লিষ্ট সকলকে মানবিক কাজে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.