ফেনীর দাগনভূঞায় সংসারে উপার্জনের অবলম্বন অটোরিকশা চুরি হয়ে যাওয়ায় শোকে কাতর ছিল উপজেলার মোমারিজপুর গ্রামের হৈদেরপুকুর এলাকার মোহাম্মদ রফিক।
স্থানীয় গণমাধ্যমকর্মী আজহারুল হক রিকশা হারানোর ঘটনাটি ফেসবুকে প্রচার করে। এরপর থেকেই যোগাযোগ শুরু করেন সমাজের মানবিক মানুষেরা। স্থানীয় ও প্রবাসী লোকজন তাকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসে। আজহারুল হক ফান্ড সংগ্রহ করে নতুন একটি অটোরিকশা কিনে দেন।
বুধবার সকালে রিকশা হস্তান্তরের সময় দাগনভূঞা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফর রহমান, সুশাসনের জন্য নাগরিক (সুজন) দাগনভূঞা কমিটির সভাপতি মোহাম্মদ আবু তাহের আজাদ, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি কাজী ইফতেখারুল আলম, দৈনিক ফেনীর সময় প্রতিনিধি আজহারুল হক উপস্থিত ছিলেন।
উপস্থিত অতিথিবৃন্দ সাংবাদিক আজহারুল হক ও সংশ্লিষ্ট সকলকে মানবিক কাজে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানান।