× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

২১৬টি ইটভাটার মধ্যে ১৮১টি অবৈধ

রংপুর জেলা জু‌ড়ে অ‌বৈধ ইটভাটার স্বর্গরাজ‌্য

প্রশাসনের ভুমিকা নিয়ে জনমনে প্রশ্ন

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো ।

০৮ জানুয়ারি ২০২৫, ১৮:৪৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

কোনো নিয়মের তোয়াক্কা না করেই রংপুর জেলা জুড়ে গড়ে উঠে‌ছে অবৈধ ইটভাটা। কৃষিজমি, জনবসতি ও শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে এসব ইটভাটা স্থাপন করা হয়েছে ফ‌লে অবৈধ ইটভাটার নির্গত গ্যাসের কার‌নে চরম হুমকিতে পড়েছে ফসলের মাঠ ফলফলাদির গাছ, জনস্বাস্থ্য ও জীববৈচিত্র্য। এসব ইটভাটার পরিবেশ অধিদপ্তরের নেই কোনো অনুমোদন তবুও চলছে ইটভাটার রাজত্ব। এ ছাড়াও নেই প্রয়োজনীয় সব কাগজপত্র। এসব প্রতিনিয়ত পরিবেশ দূষণ করেই চলেছে।

এ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে পরিবেশ সংশ্লিষ্টরা ও সচেতন মহল। তারা এসব অবৈধ ইটভাটা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। 

পরিবেশ অধিদপ্তর তথ্য সূত্রে বল‌া হয়, রংপুর সদরসহ ৮ উপজেলায় ইটভাটা রয়েছে ২১৬টি তার মধ্যে ১৮১টি ইটভাটা অবৈধ। এর মধ্যে 
বদরগঞ্জে ইটভাটা রয়েছে ৪৯ টি এবং ছাড়পত্র দেয়া আছে মাত্র ১৩ টি, রংপুর সদরে ২৭ টি ইটভাটার মধ্যে ছাড়পত্র পেয়েছে ৯ টি, এবং গঙ্গাচড়ায় ৩ টি অবৈধ ইটের ভাটা,তারাগঞ্জে ১৮টির মধ্যে ছাড়পত্র পেয়েছে ৫ টি। কাউনিয়া ৯ টির মধ্যে ছাড়পত্র দেয়া আছে মাত্র ১ টি, মিঠাপুকুর উপ‌জেলায় ৩২ টি ভাটার মধ্যে পরিবেশ ছাড়পত্র আছে মাত্র ৭ টি ।

তবে ৮ উপজেলার মধ্যে সবচেয়ে বেশি ইটভাটা রয়েছে পীরগঞ্জে, সেখানকার স্থানীয়দের অভিযোগ এ উপজেলায় ৫৫টি অবৈধ ইটভাটার একটিও নেয়নি পরিবেশ ছাড়পত্র। একই অবস্থা পীরগাছা উপজেলায় এখানে ২৩ টি ভাটা চলছে অ‌বৈধ‌ উপা‌য়ে, প্রশাসনের ভুমিকা নিয়েও র‌য়ে‌ছে বিতর্ক জনমনে।

পরিবেশের বিধিমালা অনুযায়ী এসব ইটভাটা বন্ধে সরকার একাধিকবার প্রজ্ঞাপন জারি করে জেলা প্রশাসককে নির্দেশ প্রদান করলেও নেয়া হয়নি যথাযথ আইনি ব্যবস্থা। ক্ষমতার জোরে কাগজপত্র ছাড়াই রমরমা ব্যবসা প‌রিচালনা করছে ইটভাটার মালিকরা। 

জেলায় ২১৬ টি ইটভাটার মধ্যে ১৮১টি ইট ভাটা অবৈধ থাকা সত্ত্বেও নেয়া হয়না যথাযথ আইনুগ ব্যবস্থা। এসব অবৈধ ইটভাটার বিরু‌দ্ধে পরিবেশ অধিদপ্তর,জেলা প্রশাসক ,কৃষি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা কে‌নো ব‌্যবস্থা গ্রহন না করা নি‌য়ে আছে জনম‌নে প্রশ্ন ও  অভিযোগ। 

পরিবেশ অধিদপ্তর কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ,অনেক অবৈধ ইটের ভাটায় অভিযান চালিয়ে অর্থ জরিমানা করলেও ওই সকল ইটভাটা পুনরায় তাদের ইশারায় চলছে পূর্বের গতিতে। এতে সাধারণ কৃষকসহ স্থানীয়দের ভোগান্তি থেকেই যাচ্ছে হরদম। ফসলি জমি নিধন করে ইটভাটা স্থাপন করায় অর্থনীতির মুলচালিকাশক্তি কৃষিক্ষেত্রে ক্ষতিগ্রস্থ হচ্ছে কৃষক।

ক্ষোভ প্রকাশ করে সাধারণ কৃষকরা বলেন,জনস্বাস্থ্য ও পরিবেশকে চরম হুমকি থেকে রক্ষা করতে ইটভাটা বন্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া একান্ত প্রয়োজন বলে মনে করেন সচেতন মহল।

তারা বলেন, অবৈধ ইটভাটার মাত্রাতিরিক্ত কার্বন সিসার কারণে ভালো ফসল উৎপাদন হচ্ছে না, এছাড়াও জমির উপরিভাগ থেকে মাটি সংগ্রহ করায় দিন দিন কমছে কৃষিজমি, এতে কৃষকরা অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্থসহ ওই এলাকায় বসবাসরত মানুষ পড়ছে চরম স্বাস্থ্যঝুঁকিতে। দেশের গুরুত্বপূর্ণ কৃষিখাত বিপন্ন থেকে রক্ষায় জোরালো পদক্ষেপ নেয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ জরুরি বলে মনে করছেন তারা।

এ বিষয় রংপুর পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক কমল কুমার বর্মন সংবাদ সারা‌বেলা‌কে বলেন,চলতি বছরের ১ লা ৭ জানুয়ারি ২০২৫ ইং তারিখে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসক কর্তৃক বদরগঞ্জ ও মিঠাপুকুর উপজেলার রামপুর ও দুগলাচরী নামক এলাকায় অবস্থিত রবিউল ইসলামের মেসার্স এস আর বি ব্রিকস ও  সাজেদুল ইসলাম এর মালিকানাধীন এফ পি বি নামক অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে দুই ভাটায় ১ লাখ টাকা জরিমানা করেছি। 

এছাড়াও ২০২৪ সালের ৩১শে ডিসেম্বর গংগাচড়া উপজেলার উত্তর পানাপুকুর নামক এলাকায় অবস্থিত রেজাউল ইসলাম এর মালিকানাধীন মেসার্স এ বি সি ব্রিকস নামক অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। তিনি আরও বলেন,আমাদের অভিযান অব্যাহত থাকবে।

তবে বিভিন্ন ইটভাটা থেকে অ‌বৈধ লেনদেনের বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। এছাড়াও  রংপুরে ইটভাটার রাজধানী বদরগঞ্জ উপজেলার নাম শীর্ষে থাকলেও এবার তা গড়িয়েছে পীরগঞ্জে। এ উপজেলায় ৫৫ টি ইটভাটা রয়েছে, যার একটিরও পরিবেশ অধিদপ্তর ছাড়পত্র দেয়নি। সেইসব অবৈধ ইটভাটা কিভাবে চলছে জানতে চাইলে সে বিষয়ে কোনো উত্তর পাওয়া যায়নি।

তবে অবৈধ ইটভাটার বিষয়ে রংপুর জেলা প্রশাসক রবিউল ফয়সাল বলেন,নতুন বাংলাদেশে কোনো অবৈধ প্রতিষ্ঠান থাকবে না। পর্যায়ক্রমে সব গুলো অবৈধ ইটভাটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.