× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কমলগঞ্জ থানার ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময়

জায়েদ আহমেদ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ।

০৮ জানুয়ারি ২০২৫, ১৮:৫৬ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

মৌলভীবাজারের কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন এর সাথে কমলগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

গত মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব আহবায়ক এম, এ, ওয়াহিদ রুলুর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শামীম আজনজি।

সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ এবং প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম এর যৌথ সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশ্বজিৎ রায়, সাবেক সহ সভাপতি  শাব্বির এলাহী, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নুরুল মোহাইমীন মিল্টন, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ, প্রেসক্লাবের সাবেক সাধারন সাধারন মো. মোস্তাফিজুর রহমান, শাহীন আহমেদ, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নির্মল এস পলাশ, সাবেক সাধারণ সম্পাদক আসহাবুজ্জামান শাওন, সাংবাদিক এম, এ, মুক্তাদির,  আব্দুল হাই ইদ্রিছি, আব্দুল বারী জালাল, সালাহউদ্দিন শুভ, আনকার আহমেদ, শাহাবুদ্দিন আহমদ, আশরাফ সিদ্দিকী পারভেজ, আব্দুল মুমিন, রাজন আবেদিন, জায়েদ আহমেদ, সাইদুল ইসলাম, খালেদ সাইফুল্লাহ্ প্রমুখ।

মতবিনিময় সভায় কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন বলেন, সাংবাদিক-পুলিশের একে অন্যের পরিপূরক। সুন্দর কমলগঞ্জ গড়তে তিনি সাংবাদিকের সহযোগিতা কামনা করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.