× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাতকানিয়ায় যুবলীগ নেতা সালামের সেকেন্ড-ইন-কমান্ড হাকিম গ্রেপ্তার

জোবাইর বিন জিহাদী,সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।

০৮ জানুয়ারি ২০২৫, ১৯:৫১ পিএম

ছবিঃ সংগৃহীত।

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় যুবলীগ নেতা মোহাম্মদ সালামের সেকেন্ড-ইন-কমান্ড হাকিম গ্রেপ্তার।

আজ (৮ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১ টার সময় জনতার হাতে আটকের পর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

গ্রেপ্তার মোঃ আব্দুল হাকিম দক্ষিণ কাঞ্চনা ৮নং ওয়ার্ড জি এম চৌধুরী বাড়ি এলাকার মৃত কালোবাসির ছেলে।আওয়ামীলীগ আমলে সে স্থানীয় যুবলীগ নেতা মোহাম্মদ সালামের সেকেন্ড-ইন-কমান্ড হিসেবে পরিচিত।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আওয়ামীলীগ শাসনামলে মোহাম্মদ সালামের হয়ে জামাত শিবিরের নেতাকর্মীদের উপর দমন নিপীড়ন চালায় হাকিম।পরে সরকার পতনের পর পালিয়ে বেড়ালেও জনতার হাতে ধরা পড়ে।পরে থানায় ফোন করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

সাবেক শিবিরের দায়িত্বশীল ওমর ফারুক জানান, গত ২০১৩ সালে কাঞ্চনা মাদ্রাসার সভার সময়ে আমাকে অন্যায়ভাবে তুলে নিয়ে চরম নির্যাতন ও মারধর করে।অনেকবার গুলি করেও হত্যা করতে চেয়েছিল।

সাতকানিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল খান বলেন, গতকাল রাতে আব্দুল হাকিমকে গ্রেপ্তার করা হয় এবং রাজনৈতিক মামলায় তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.