সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ড, ২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ পাঁচ সাংবাদিকসহ দেশের সব সাংবাদিক হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে বিচার ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত এবং হামলা, মামলা, হয়রানি বন্ধের দাবিতে রংপুরে বিভাগীয় সমাবেশের আয়োজন করেছে রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজে।
শনিবার (১১ জানুয়ারি) ঐতিহাসিক রংপুর টাউন হল অডিটোরিয়ামে সকাল ১১টায় এই বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ থেকে সাইবার নিরাপত্তা আইনসহ গণমাধ্যমের স্বাধীনতা বিরোধী সব নিবর্তনমূলক আইন বাতিল, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন, ফ্যাসিবাদমুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার দাবি তোলা হবে জানিয়েছেন আয়োজকরা।
সমাবেশের উদ্বোধন করবেন ২৪-এর জুলাই বিপ্লবে শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়’র মা ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সদস্য শামসি আরা জামান কলি। এতে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন।
প্রধান বক্তা হিসেবে থাকবেন বিএফইউজে’র মহাসচিব কাদের গণি চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন বিএফইউজের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন ও সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে সভাপতি শহিদুল ইসলাম, বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসসের পরিচালনা পর্ষদ সদস্য মমতাজ শিরিন ভরসা।
সমাবেশে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী, রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল এবং রংপুরের পুলিশ সুপার আবু সাইম।
সমাবেশে আরও বক্তব্য রাখবেন জাতীয়, বিভাগীয় ও স্থানীয় পর্যায়ের সাংবাদিক নেতৃবৃন্দ। সভাপতিত্ব করবেন রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক। পুরো সমাবেশে সঞ্চালনা করবেন ইউনিয়নের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান।
সমাবেশে রংপুর বিভাগের ৮ জেলাসহ সকল উপজেলা থেকে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নিবেন। আয়োজনরা বলছেন, হাজারো সাংবাদিকের মিলনমেলায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া বিভাগীয় সাংবাদিক সমাবেশ সফল হতে যাচ্ছে।
এদিকে সমাবেশ সফল করতে সবধরণের প্রস্তুতি নেয়া হয়েছে জানিয়ে সাংবাদিক সমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব বাদশাহ্ ওসমানী বলেন, এটাই রংপুর বিভাগে প্রথম কোনো সাংবাদিকদের অধিকার নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সমাবেশ ঘিরে গণসংযোগ, জেলা ও উপজেলা পর্যায়ে প্রস্তুতি সভাসহ প্রচার-প্রচারণা শেষ পর্যায়ে। পোস্টার, লিফলেট ও ব্যানারও লাগানো হয়েছে। এখন নগরীতে মাইকিং চলছে।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর সাংবাদিকদের মধ্যে যেকোনো সময়ের চেয়ে এখন বেশি অধিকার সচেতনতা দেখা যাচ্ছে। আমরা বিশ্বাস করি নিজেদের অধিকার আদায়ে সাংবাদিকরা সোচ্চার হয়েছে। আমাদের এই সমাবেশ হবে দেশের সব সাংবাদিকদের অধিকার আদায়ের অনুপ্রেরণার একটা অংশ।
রংপুর সাংবাদিক ইউনিয়নের (আরপিইউজে) সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান বলেন, নিজেদের প্রয়োজনে, নিজেদের অধিকার আদায়ের বড় সুযোগ এসেছে। এখনই সময় সাংবাদিকদের অধিকার বুঝে নেয়ার। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, একটি সফল বিভাগীয় সাংবাদিক সমাবেশ আয়োজনের। যেখানে সাংবাদিকরা নিজেদের অধিকারের কথা বলবেন।