× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বড়লেখায় বৃত্তি পেল শিশু শিক্ষা একাডেমির ৩ শিক্ষার্থী

রেদওয়ান আহমদ, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি।

০৯ জানুয়ারি ২০২৫, ১৯:২৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

মৌলভীবাজারের বড়লেখার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শিশু শিক্ষা একাডেমি’র তিন শিক্ষার্থী মরহুম আয়াছ আলী চৌধুরী মেধা বৃত্তি লাভ করেছে।তারা হচ্ছে লাবিব আহমদ, শোভন সিংহ এবং মাইমুনা আক্তার সাবিরা। কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক খলিলুর রহমান সকলের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানান।

পরীক্ষায় বিয়ানীবাজার-বড়লেখা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৪২১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তার মধ্য থেকে ৫০ জন পরীক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।

এবারের পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে কসবা আদর্শ স:প্রা: বিদ্যালয়ের ছাত্র তাওসীফ আহমদ, ২য় স্থান অর্জন করে খাসা স:প্রা: বিদ্যালয়ের ছাত্রী আদ্রিতা বিনতে আহসান এবং ৩য় স্থান অধিকার করে আইডিয়াল কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী মো. তাসনীমুল হাসান।

উল্লেখ্য, এবার ৮ম বারের মতো আয়োজিত মরহুম আয়াছ আলী চৌধুরী মেধা বৃত্তি পরীক্ষা-২০২৪ গত ১ এবং ২ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। সিলেটের বিয়ানীবাজার উপজেলার অন্যতম সামাজিক সংগঠন মোল্লাপুর ফ্রেন্ডস্ সোসাইটি প্রতি বছর এর আয়োজন করে থাকে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.