× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গভীর রাতে কম্বল নিয়ে শীতার্তদের দরজায় ইউএনও

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি।

০৯ জানুয়ারি ২০২৫, ১৯:৩৬ পিএম । আপডেটঃ ০৯ জানুয়ারি ২০২৫, ১৯:৩৮ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

চলমান শৈত্যপ্রবাহে প্রচণ্ড শীতে কষ্ট করছে মানুষ। গরম কাপড়ের অভাবে ছিন্নমূল, দিনমজুর ও খেটে খাওয়া মানুষের কষ্ট আরও বেশি।

তাদের কষ্টের কথা চিন্তা করে কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই নিজে অসহায় এসব মানুষের দরজায় উপস্থিত হয়ে কম্বল বিতরণ করেছেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার নবাগত নির্বাহী অফিসার আসিফ আল জিনাত।

  

বুধবার (৮ জানুয়ারি ) রাত ৯ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নের সুইপার পল্লী, এতিমখানা হাফেজিয়া মাদ্রাসা ও আবাসন প্রকল্পে গিয়ে এসব ছিন্নমূল অসহায় মানুষ এবং

এতিমখানার ছাত্রদের গায়ে নিজ হাতে কম্বল তুলে দেন তিনি।

শীতবস্ত্র পাওয়া কয়েকজন বলেন, ইউএনও স্যার নিজে আমাদের দরজায় এসে কম্বল দিয়েছেন। গত কয়েকদিন থেকে প্রচন্ড শীতের কারণে অনেক কষ্ট হচ্ছিলো। কিন্ত আজ কম্বল পেয়ে আমরা অনেক খুশি। আল্লাহ তায়ালা যেন তাকে এভাবেই আমাদের অসহায়দের পাশে থাকার তৌফিক দান করেন।

ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত বলেন, শীতার্ত অসহায় মানুষদের জন্য আসা কম্বলগুলো যেন সঠিক মানুষরাই পায় এজন্য আমি নিজে তাদের দরজায় গিয়ে তাদের হাতে তুলে দিয়েছি। সরকারের পাশাপাশি আমাদের প্রত্যেকের উচিত এসব অসহায় মানুষের পাশে দাঁড়ানো। বিশেষ করে সমাজের সকল বিত্তবান মানুষদের উচিত এসব শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো। 

এসময় উপস্থিত ছিলেন, ক্ষেতলাল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়দুল হক, উপজেলা পরিষদের সি.এ এস.এম শওকত এবং বড়তারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.