চট্টগ্রামের সাতকানিয়ায় গরু চুরির অভিযোগে চার যুবককে ধরে পুলিশে দিয়েছে জনগণ। এসময় চুরি কাজে ব্যবহৃত মিনি ট্রাকও পুলিশের হাতে তুলে দেওয়া হয়।গ্রেপ্তারকৃতদের তিনজনের বাড়ি চকরিয়া এবং একজনের বাড়ি মহেশখালী।
গত বুধবার (৮ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২ টার সময় উপজেলার কাঞ্চনা ফুলতলা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন - চকরিয়া লালব্রীজ ১নং ওয়ার্ড বিয়ামচরের মো দুলালের ছেলে আব্দুল কাদের (২১), চকরিয়া ২নং ওয়ার্ডের নুরুল আলমের ছেলে মোরশেদ(২১), চকরিয়া কেচিপাড়া ২নং ওয়ার্ডের নুর ইসলামের ছেলে শহিদুল ইসলাম (১৮) ও মহেশখালী ঝাউফুয়ার আব্দুর রহমানের ছেলে কলিম উল্লাহ (২৪)।
স্থানীয়রা জানান, রাতে গরু চুরি করতে আসা চার যুবককে আটক করে জনগণ।পরে ঘটনার যাচাই-বাছাই শেষে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতকানিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল খান বলেন, গরু চুরির ঘটনায় চার যুবককে আটক করে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।