কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১৫ কেজি গাঁজা সহ এক মাদক কারবারিকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ। আটক ওই মাদক কারবারির নাম শফিকুল ইসলাম (৪২)। তিনি উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের রোশন শিমুলবাড়ী গ্রামের মৃত কাচু মাহমুদের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে উপজেলার ফুলবাড়ী- কাউয়া হাকা সড়কের খেজুরের তল নামক স্থানে অবস্থান নেয় পুলিশ। অটোরিকশা নিয়ে শফিকুল ইসলাম সেখানে আসলে তার গাড়িটি তল্লাশি করা হয়। অটোতে তল্লাশি করে ১৫ কেজি গাঁজা পাওয়া গেলে অটো সহ তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, গাঁজা সহ আটক যুবকের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হবে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।