কক্সবাজার আনন্দময় খেলাঘর আসরের কার্যনির্বাহী পরিষদের সিনিয়র সদস্য ও কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারী আনোয়ারুল হক এর ছোট্ট সন্তান আল মাহমুদুল হক আহাদকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (১০ জানুয়ারি) সকাল ১১ টার সময় কক্সবাজার সদর খুরুশকুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে, খুরুশকুল ইউনিয়ন খেলাঘর আসরের সভাপতি অসিম দত্তের সভাপতিত্বে, মাষ্টার ধ্রুব সেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, খেলাঘর আসর কক্সবাজার জেলার সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, কক্সবাজার মুক্তিযুদ্ধ বিজয় মেলা উদযাপন পরিষদের সদস্য সচিব মো: নাছির উদ্দীন, কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর রাজবিহারী দাশ,সাবেক চেয়ারম্যান মাস্টার আবদুর রহিম,এম এস জসিম উদ্দিন, মুহাম্মদ হানিফ, জয়নাল আবেদীন তাওহীদ, সাবেক মেম্বার এনামুল হক চৌধুরী, মহিলা মেম্বার অর্চনা প্রভা দে, মেম্বার নাছির উদ্দিন,রানা মল্লিক, পরিতোষ দত্ত,মো: শহীদুল্লাহ্, পথিক চন্দ্র দে, মুহাম্মদ হানিফ, সন্তোষ কুমার দে, নয়ন দেসহ প্রমুখ।
বক্তব্য'রা জানান, কক্সবাজার আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি ঘটেছে। গত দুইদিনে ৩টি বড় ধরনের হত্যাকান্ড সংঘটিত হয়েছে। কেন নিরব রয়েছে প্রশাসন? দ্রুত শিশু আহাদসহ সকল সংঘটিত হত্যাকান্ডের আসামীদের গ্রেফতার করে শাস্তির দাবি জানান তারা।
এইসময় আনন্দময় খেলাঘর আসরসহ সকল খেলাঘরিয়ান, অভিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকাল ৫টায় কিছু লোক শিশুটিকে কক্সবাজার ডিসি পার্ক এলাকা থেকে অপহরণ করে নিয়ে যায়।
অপহরণের ৮ ঘণ্টা পর বুধবার (৮ জানুয়ারি) রাত ১টার দিকে ডিসি পাহাড়ের প্লট থেকে শিশু আহাদ(৫) এর মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর থানা পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে এখনো কাউকে গ্রেফতার করতে পারে নাই প্রশাসন।