কর্পোরেট সোস্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) এর আওতায় সোনালী ব্যাংক পিএলসি শীতার্ত, দরিদ্র ও অসহায় এতিমদের মাঝে কম্বল বিতরণ করেছে। বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩০ নম্বর ওয়ার্ড এর রওযাতুল কোরআন ইয়াতিমখানার ৭০ জন এতিমের মাঝে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকরে বিভাগীয় প্রধান ও জেনারেল ম্যানেজার মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক প্রধান ও ডেপুটি জেনারেল ম্যানেজার দেবাশীষ সমদ্দার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সোনালী ব্যাংকরে মুক্তাগাছা শাখার শাখা প্রধান ও এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোহাম্মদ কবির হোসেন।
এসময় মযমনসিংহ অঞ্চলের জিয়া পরিষদের সভাপতি মো. ইমরুল কায়সার ও এমপ্লোয়িজ ইউনিয়ন এর সভাপতি মো. ইউনুস আলীসহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ও ব্যাংকের বিভাগীয় প্রধান মো. রফিকুল ইসলাম তার বক্তব্যে কর্পোরেট প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে আলোকপাত করেন এবং এ ক্ষেত্রে সোনালী ব্যাংক পিএলসি এর কর্মসূচীসমূহ তুলে ধরেন বলেন, সোনালী ব্যাংক জনমানুষের ব্যাংক এবং সুখে দুঃখে সাধারণ মানুষের পরম প্রতিবেশী হিসেবে সহযোগী হিসেবে হাত প্রসারিত করে।
বিভাগীয় প্রধান আরও বলেন, সোনালী ব্যাংক প্রতি বছর দেশের শীতার্ত দরিদ্র ও অসহায় জনগণের মাঝে কম্বল বিতরণ কর্মসূচী অবিরাম রাখছে এবং রাখবেও । বিশেষ অতিথি ও আঞ্চলিক প্রধান দেবাশীষ সমদ্দার তার বক্তব্যে এতিমদের এদেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সামাজিক দায়বদ্ধতা কর্মসূচীতে সমাজের বিত্তবানসহ সকল কর্পোরেট প্রতিষ্ঠানের অংশ গ্রহণ কামনা করেন।
এছাড়াও রওযাতুল কোরআন এতিমখানার প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক জনাব ক্বারী মাও. শফিকুল ইসলাম ৭০ জন এতিমের মাঝে কম্বল বিতরণ করায় সোনালী ব্যাংক পিএলসি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি ভবিষ্যতে তার ইয়াতিমখানার প্রতি সোনালী ব্যাংকের সুদৃষ্টি কামনা করেন।
মুক্তাগাছা শাখার শাখা প্রধান ও এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোহাম্মদ কবির হোসেন কর্পোরেট প্রতিষ্ঠানের মামাজিক দায়বদ্ধতা পরিপূর্ণভাবে পালনের মাধ্যমে সমতা ভিত্তিক সমাজ গঠনের সকলের প্রতি আহবান জানান ও অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।