× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কটিয়াদীতে শ্রমিক কল্যান ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন

ছাইদুর রহমান নাঈম, কটিয়াদী ( কিশোরগঞ্জ) প্রতিনিধি ।

১০ জানুয়ারি ২০২৫, ১৯:০৫ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

কিশোরগঞ্জের কটিয়াদীতে শ্রমিক কল্যান ফেডারেশনের দ্বি-বার্ষিক  সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ (১০ জানুয়ারী) বিকালে কটিয়াদী বাসট্যান্ডে সন্মেলন অনুষ্ঠিত হয়। সভা শেষে শহিদুল ইসলাম দুলাল'কে সভাপতি ও কামরুজ্জামান শাহ্ কে সাধারণ সম্পাদক করে দুইবছরের জন্য নতুন কমিটির অনুমোদন করা হয়েছে৷ 

সভায় বক্তারা বলেন, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করা অপরিহার্য। শ্রমিক কল্যান ফেডারেশন শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে৷ একটি দেশের চালিকাশক্তি হচ্ছে শ্রমজীবী মানুষ৷ 

উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি শহিদুল ইসলাম দুলালের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর ও শ্রমিক কল্যান ফেডারেশনের উপদেষ্টা অধ্যাপক রমজান আলী। 

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও শ্রমিক কল্যান ফেডারেশনের উপদেষ্টা অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, ছাইদুল হক বিএসসি, মাওলানা মাহমুদুল হাসান, শ্রমিক কল্যান ফেডারেশনের জেলা সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান ও শ্রমিক কল্যান ফেডারেশনের সাবেক উপজেলা সভাপতি শফিকুল ইসলাম মোড়ল। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.