× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কােম্পানীগঞ্জে বিদেশী পিস্তল ও গুলিসহ আটক ১

শাহাদাত হোসেন, নোয়াখালী (কােম্পানীগঞ্জ) প্রতিনিধি।

১০ জানুয়ারি ২০২৫, ১৯:৩৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌর এলাকায় অভিযান চালিয়ে আবদুস ছাত্তার(৫০) নামের এক ব্যক্তির কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন, এক রাউন্ড পিস্তলের গুলি, একটি ছুরি ও একটি মোবাইল ফোন জব্দ করেছে যৌথ বাহিনী। 

আজ (১০ জানুয়ারি) সকালে বসুরহাট পৌরসভার ৬নং ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়। আটককৃত আবদুস সাত্তার উপজেলার চরহাজারী এলাকার আবদুল হামিদ চৌকিদার বাড়ির খুরশিদ আলমের ছেলে। ছাত্তার মাদক কারবারি ও একজন চিহিৃত সন্ত্রাসী বলে জানিয়েছে যৌথ বাহিনী।

অভিযান সূত্রে জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর থেকে জেলার বিভিন্ন স্থানে অবৈধ অস্ত্র উদ্ধার, ছাত্র জনতার ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য অভিযান শুরু করে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী। এর অংশ হিসেবে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত কোম্পানীগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারি ও অস্ত্রধারী ছাত্তারের অবস্থান নিশ্চিত হয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে প্রথমে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘরের ভেতর থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মোহাম্মদ ফজলু আজিম গণমাধ্যমকে বলেন, আসামি আবদুস ছাত্তারের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে ওই মামলায় তাকে বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী গ্রেফতারে আমাদের অভিযান অব্যহত রয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.